অষ্টম শ্রেণি : শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য

সুধীর বরণ মাঝি

চতুর্থ অধ্যায় : আমাদের জীবনে প্রজনন স্বাস্থ্য

বহুনির্বাচনী প্রশ্ন

১. পুষ্টির প্রয়োজনীয়তার তারতম্য হয়

i. বয়সভেদে                   ii. দৈহিক গঠন ভেদে

iii. কাজের ধরন ভেদে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ.i ও iii

গ. ii ও iii                                ঘ. i, ii ও iii

উদ্দীপকের আলোকে ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।

পারিবারিক সংকটের কারণে ৮ম শ্রেণি পাস করার পরপরই পরিবার খুশির বিয়ে দিয়ে দিল। বছর না ঘুরতেই দেখা গেল খুশি গর্ভবতী। তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার গর্ভের শিশুটির ওজন ও রোগপ্রতিরোধ ক্ষমতা সম্পর্কে নানা তথ্য দিলেন।

২. খুশির গর্ভের শিশুটির জীবন কীরূপ হতে পারে?

ক. ঝুঁকিহীন            খ. ঝুঁকিপূর্ণ    গ. স্বাভাবিক   ঘ. স্বাস্থ্যবান

৩. খুশির গর্ভের শিশুটির ওজন কীরূপ হবে?

ক. পরিমিত                                 খ. প্রয়োজনের চেয়ে বেশি

গ. প্রয়োজনের চেয়ে কম    ঘ. অস্বাভাবিক

৪. প্রজনন স্বাস্থ্যের সঙ্গে জড়িত

i. নিরাপদ মাতৃত্ব             ii. সুষম খাদ্য গ্রহণ

iii. শিশুর পুষ্টি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ.i ও iii

গ. ii ও iii                                ঘ. i, ii ও iii

৫. একটি মেয়ের শারীরিক বিশেষ পরিবর্তন ঘটে কখন?

ক. রাতকানা হলে             খ. পরিশ্রম করলে

গ. বয়ঃসন্ধিকালে              ঘ. খেলাধুলা করলে

উদ্দীপকের আলোকে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

জুঁই গ্রামের একটি বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে পড়ে। তার বয়স প্রায় ১৪ বছর। এই বয়সেই তার বিয়ে হয়- যা আইনের দৃষ্টিতে অপরাধ।

৬. জুঁইয়ের বয়স কত হলে বিয়েটি আইনের দৃষ্টিতে অপরাধ হতো না?

ক. ১৭ বছর                                খ. ১৮ বছর

গ. ১৯ বছর                                 ঘ. ২০ বছর

৭. এ বিয়ের ফলে

i. জুঁইয়ের লেখাপড়া বন্ধ হয়ে যাবে

ii. সন্তান প্রসবে জটিলতা দেখা দেবে

iii. মা-সন্তান উভয়েরই মৃত্যুঝুঁকি বাড়বে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ.i ও iii

গ. ii ও iii                                ঘ. i, ii ও iii

৮. কোন সময়ে একটি ছেলে বা মেয়ে যৌবনে পদার্পণ করে?

ক. পৌঢ়ত্বে                                 খ. শিশুকাল

গ. বয়ঃসন্ধিকাল               ঘ. বৃদ্ধকাল

৯. প্রসূতি মা ও শিশুমৃত্যুর অন্যতম কারণ হলো

ক. অজ্ঞতা                                  খ. অপর্যাপ্ত চিকিৎসা

গ. পুরুষদের উদাসীনতা                ঘ. অপরিণত বয়সে গর্ভধারণ

১০. মানসিক ও শারীরিক স্বাস্থ্য বজায় রাখার প্রধান শর্ত

ক. বই পড়া                                 খ. টিভি দেখা

গ. অধিক পরিমাণ খাদ্য গ্রহণ          ঘ. প্রজনন স্বাস্থ্যের সুরক্ষা

১১. কোনটি প্রজনন স্বাস্থ্যরক্ষার অন্তরায়?

ক. বাল্যবিবাহ                  খ. সচেতনতা

গ. সুষম খাদ্য                  ঘ. বয়ঃসন্ধিকাল

১২. কোন বয়সে অজানার প্রতি জানার আগ্রহ বেশি থাকে?

ক. বয়ঃসন্ধিকালে  খ. শৈশবে   গ. যৌবনে  ঘ. প্রবীণ বয়সে

১৩. ছেলেমেয়েদের শারীরিক পরিবর্তন কেন ঘটে?

ক. পারিবারিক কারণে                   খ. খাদ্যের কারণে

গ. হরমোনজনিত কারণে    ঘ. খেলাধুলার কারণে

১৪. বয়ঃসন্ধিকালে মানসিক কী পরিবর্তন ঘটে

i. কৌতূহল বৃদ্ধি পায়                    ii. আত্মবিশ্বাস বৃদ্ধি পায়

iii. আবেগ দ্বারা পরিচালিত হওয়ার প্রবণতা বেশি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ.i ও iii

গ. ii ও iii                                ঘ. i, ii ও iii

উত্তর ১. ঘ, ২. খ, ৩. গ, ৪. ঘ, ৫. গ, ৬. খ, ৭. ঘ, ৮. গ, ৯. ঘ, ১০. ঘ, ১১. ক, ১২. ক, ১৩. গ, ১৪. ঘ

অষ্টম শ্রেণি : শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য

সুধীর বরণ মাঝি

চতুর্থ অধ্যায় : আমাদের জীবনে প্রজনন স্বাস্থ্য

বহুনির্বাচনী প্রশ্ন

১. পুষ্টির প্রয়োজনীয়তার তারতম্য হয়

i. বয়সভেদে                   ii. দৈহিক গঠন ভেদে

iii. কাজের ধরন ভেদে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ.i ও iii

গ. ii ও iii                                ঘ. i, ii ও iii

উদ্দীপকের আলোকে ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।

পারিবারিক সংকটের কারণে ৮ম শ্রেণি পাস করার পরপরই পরিবার খুশির বিয়ে দিয়ে দিল। বছর না ঘুরতেই দেখা গেল খুশি গর্ভবতী। তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার গর্ভের শিশুটির ওজন ও রোগপ্রতিরোধ ক্ষমতা সম্পর্কে নানা তথ্য দিলেন।

২. খুশির গর্ভের শিশুটির জীবন কীরূপ হতে পারে?

ক. ঝুঁকিহীন            খ. ঝুঁকিপূর্ণ    গ. স্বাভাবিক   ঘ. স্বাস্থ্যবান

৩. খুশির গর্ভের শিশুটির ওজন কীরূপ হবে?

ক. পরিমিত                                 খ. প্রয়োজনের চেয়ে বেশি

গ. প্রয়োজনের চেয়ে কম    ঘ. অস্বাভাবিক

৪. প্রজনন স্বাস্থ্যের সঙ্গে জড়িত

i. নিরাপদ মাতৃত্ব             ii. সুষম খাদ্য গ্রহণ

iii. শিশুর পুষ্টি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ.i ও iii

গ. ii ও iii                                ঘ. i, ii ও iii

৫. একটি মেয়ের শারীরিক বিশেষ পরিবর্তন ঘটে কখন?

ক. রাতকানা হলে             খ. পরিশ্রম করলে

গ. বয়ঃসন্ধিকালে              ঘ. খেলাধুলা করলে

উদ্দীপকের আলোকে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

জুঁই গ্রামের একটি বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে পড়ে। তার বয়স প্রায় ১৪ বছর। এই বয়সেই তার বিয়ে হয়- যা আইনের দৃষ্টিতে অপরাধ।

৬. জুঁইয়ের বয়স কত হলে বিয়েটি আইনের দৃষ্টিতে অপরাধ হতো না?

ক. ১৭ বছর                                খ. ১৮ বছর

গ. ১৯ বছর                                 ঘ. ২০ বছর

৭. এ বিয়ের ফলে

i. জুঁইয়ের লেখাপড়া বন্ধ হয়ে যাবে

ii. সন্তান প্রসবে জটিলতা দেখা দেবে

iii. মা-সন্তান উভয়েরই মৃত্যুঝুঁকি বাড়বে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ.i ও iii

গ. ii ও iii                                ঘ. i, ii ও iii

৮. কোন সময়ে একটি ছেলে বা মেয়ে যৌবনে পদার্পণ করে?

ক. পৌঢ়ত্বে                                 খ. শিশুকাল

গ. বয়ঃসন্ধিকাল               ঘ. বৃদ্ধকাল

৯. প্রসূতি মা ও শিশুমৃত্যুর অন্যতম কারণ হলো

ক. অজ্ঞতা                                  খ. অপর্যাপ্ত চিকিৎসা

গ. পুরুষদের উদাসীনতা                ঘ. অপরিণত বয়সে গর্ভধারণ

১০. মানসিক ও শারীরিক স্বাস্থ্য বজায় রাখার প্রধান শর্ত

ক. বই পড়া                                 খ. টিভি দেখা

গ. অধিক পরিমাণ খাদ্য গ্রহণ          ঘ. প্রজনন স্বাস্থ্যের সুরক্ষা

১১. কোনটি প্রজনন স্বাস্থ্যরক্ষার অন্তরায়?

ক. বাল্যবিবাহ                  খ. সচেতনতা

গ. সুষম খাদ্য                  ঘ. বয়ঃসন্ধিকাল

১২. কোন বয়সে অজানার প্রতি জানার আগ্রহ বেশি থাকে?

ক. বয়ঃসন্ধিকালে  খ. শৈশবে   গ. যৌবনে  ঘ. প্রবীণ বয়সে

১৩. ছেলেমেয়েদের শারীরিক পরিবর্তন কেন ঘটে?

ক. পারিবারিক কারণে                   খ. খাদ্যের কারণে

গ. হরমোনজনিত কারণে    ঘ. খেলাধুলার কারণে

১৪. বয়ঃসন্ধিকালে মানসিক কী পরিবর্তন ঘটে

i. কৌতূহল বৃদ্ধি পায়                    ii. আত্মবিশ্বাস বৃদ্ধি পায়

iii. আবেগ দ্বারা পরিচালিত হওয়ার প্রবণতা বেশি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ.i ও iii

গ. ii ও iii                                ঘ. i, ii ও iii

উত্তর ১. ঘ, ২. খ, ৩. গ, ৪. ঘ, ৫. গ, ৬. খ, ৭. ঘ, ৮. গ, ৯. ঘ, ১০. ঘ, ১১. ক, ১২. ক, ১৩. গ, ১৪. ঘ