অসহায় শীতার্তদের মাঝে হাসি ফোটালো জাবির সায়েন্স ক্লাব

আসিফুল ইসলাম রিফাত
শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। 

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের (জেইউএসসি) উদ্যোগে ‘অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর একটু চেষ্টা’ শিরোনামে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ১৮ জানুয়ারি বিকেলে এ কর্মসূচি পালন করা হয়। বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের এলাকার শতাধিক শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

কর্মসূচি সম্পর্কে জাবি সায়েন্স ক্লাবের সভাপতি সাকিল ইসলাম বলেন, জাবি সায়েন্স ক্লাব বিজ্ঞানের অগ্রযাত্রায় বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করে থাকে। তীব্র শীতে গরীব ও অসহায় মানুষজন কষ্টে দিনযাপন করছে। শীতার্ত এ মানুষগুলোর কিছুটা কষ্ট কমাতে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। সীমিত পরিসর হলেও শীতার্তদের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত।

ভবিষ্যতে আরও বড় পরিসরে শীতবস্ত্র বিতরণ করা হবে এই আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, অসহায় দুঃস্থদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাবি সায়েন্স ক্লাবের উপদেষ্টা অধ্যাপক আলমগীর কবির, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশার, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান সনেট, আরিফুল ইসলাম আরিফ এবং ক্লাবের সদস্যবৃন্দ।

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিজ্ঞান ও প্রযুক্তির আশীর্বাদ সারা দেশে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ এবং অন্যান্য সামাজিক কর্মসূচি উল্লেখযোগ্য।

এমবিএইচ/এসএস

অসহায় শীতার্তদের মাঝে হাসি ফোটালো জাবির সায়েন্স ক্লাব

আসিফুল ইসলাম রিফাত
শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। 

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের (জেইউএসসি) উদ্যোগে ‘অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর একটু চেষ্টা’ শিরোনামে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ১৮ জানুয়ারি বিকেলে এ কর্মসূচি পালন করা হয়। বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের এলাকার শতাধিক শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

কর্মসূচি সম্পর্কে জাবি সায়েন্স ক্লাবের সভাপতি সাকিল ইসলাম বলেন, জাবি সায়েন্স ক্লাব বিজ্ঞানের অগ্রযাত্রায় বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করে থাকে। তীব্র শীতে গরীব ও অসহায় মানুষজন কষ্টে দিনযাপন করছে। শীতার্ত এ মানুষগুলোর কিছুটা কষ্ট কমাতে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। সীমিত পরিসর হলেও শীতার্তদের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত।

ভবিষ্যতে আরও বড় পরিসরে শীতবস্ত্র বিতরণ করা হবে এই আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, অসহায় দুঃস্থদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাবি সায়েন্স ক্লাবের উপদেষ্টা অধ্যাপক আলমগীর কবির, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশার, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান সনেট, আরিফুল ইসলাম আরিফ এবং ক্লাবের সদস্যবৃন্দ।

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিজ্ঞান ও প্রযুক্তির আশীর্বাদ সারা দেশে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ এবং অন্যান্য সামাজিক কর্মসূচি উল্লেখযোগ্য।

এমবিএইচ/এসএস