আন্তর্জাতিক সেমিনারে জাবি শিক্ষার্থীর অর্জন

মাইক্রোবায়োলজি বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী হযরত আলী।
শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ‘ইউনাইটেড ন্যাশনস ডিকেড অব ওশান সায়েন্স; ইমপারেটিভ ফর বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে পোস্টার প্রদর্শনীতে অংশগ্রহণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ৪৫তম ব্যাচের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী হযরত আলী প্রথম স্থান অর্জন করেছেন।
কৃষিবিদ ইন্সটিটিউশনে ১৭ নভেম্বর (২০২২) এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। তার প্রদর্শনীর বিষয় ছিল ‘মেরিন ওয়াটার হেলথ অ্যাসেসমেন্ট ইন বাংলাদেশ; প্রিভিলেন্স অব ড্রাগ রেজিসট্যান্ট প্যাথোজেন’। মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সালমা আক্তার এবং ড. মো. ফিরোজ আহমেদের যুগ্ম তত্ত্বাবধানে হযরত আলী তার গবেষণা কর্ম সম্পন্ন করেন।
আন্তর্জাতিক সেমিনারে পোস্টার প্রদর্শনীতে অংশগ্রহণ করে মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী হযরত আলী প্রথম স্থান অর্জন করায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম তাকে অভিনন্দন জানিয়েছেন।
গতকাল এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, পোস্টার প্রদর্শনীতে শিক্ষার্থী হযরত আলীর প্রথম স্থান অর্জন করা বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান ও গৌরবের। এতে মাইক্রোবায়োলজি বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ে পরিচিতি বৃদ্ধি পেয়েছে। উপাচার্য আশা প্রকাশ করেন যে, হযরত আলী ভবিষ্যতে আরও সাফল্য লাভ করবেন।
এমবিএইচ/এসএস

আন্তর্জাতিক সেমিনারে জাবি শিক্ষার্থীর অর্জন

মাইক্রোবায়োলজি বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী হযরত আলী।
শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ‘ইউনাইটেড ন্যাশনস ডিকেড অব ওশান সায়েন্স; ইমপারেটিভ ফর বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে পোস্টার প্রদর্শনীতে অংশগ্রহণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ৪৫তম ব্যাচের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী হযরত আলী প্রথম স্থান অর্জন করেছেন।
কৃষিবিদ ইন্সটিটিউশনে ১৭ নভেম্বর (২০২২) এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। তার প্রদর্শনীর বিষয় ছিল ‘মেরিন ওয়াটার হেলথ অ্যাসেসমেন্ট ইন বাংলাদেশ; প্রিভিলেন্স অব ড্রাগ রেজিসট্যান্ট প্যাথোজেন’। মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সালমা আক্তার এবং ড. মো. ফিরোজ আহমেদের যুগ্ম তত্ত্বাবধানে হযরত আলী তার গবেষণা কর্ম সম্পন্ন করেন।
আন্তর্জাতিক সেমিনারে পোস্টার প্রদর্শনীতে অংশগ্রহণ করে মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী হযরত আলী প্রথম স্থান অর্জন করায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম তাকে অভিনন্দন জানিয়েছেন।
গতকাল এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, পোস্টার প্রদর্শনীতে শিক্ষার্থী হযরত আলীর প্রথম স্থান অর্জন করা বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান ও গৌরবের। এতে মাইক্রোবায়োলজি বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ে পরিচিতি বৃদ্ধি পেয়েছে। উপাচার্য আশা প্রকাশ করেন যে, হযরত আলী ভবিষ্যতে আরও সাফল্য লাভ করবেন।
এমবিএইচ/এসএস