আহনাফকে বাঁচাতে মানবিক হাত বাড়িয়ে দিন

মো. বাবুল হোসেন

থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু মাহিউর রহমান আহনাফ। 

ছয় বছরের শিশু মাহিউর রহমান আহনাফ; ভয়াল রোগ থ্যালাসেমিয়ায় ভুগছে। প্রতি মাসে অন্যের রক্ত নিয়ে বেঁচে থাকতে হচ্ছে তাকে। সেটাও বেশি দিন সম্ভব হবেনা, কারণ ক্রমাগত অন্যের রক্ত নেওয়ার ফলে ধীরে ধীরে দেহের অভ্যন্তরীণ অঙ্গ কিডনী, লিভার, ব্রেইন ও হার্ট বিকল হয়ে যাচ্ছে।

জরুরি ভিত্তিতে তার বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট করা অত্যাবশ্যকীয় হয়ে পড়ছে। এজন্য ৬০ থেকে ৬৫ লাখ টাকা দরকার, যা তার পরিবারের পক্ষে ব্যবস্থা করা সম্ভব হচ্ছেনা। আহনাফের পরিবার সমাজের হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন। তাকে বাঁচাতে আপনার মানবিক হাত বাড়িয়ে দিন। সাহায্য পাঠানোর ঠিকানা: Aleya Ferdaushi, 231120893001, City Bank Limited, Kawran Bazar Beanch, Dhaka
Md. Shamsul Alam, 411434166785, Sonali Bank Limited, Pabna Branch, Pabna

বিকাশ ও নগদ নাম্বার : ০১৭১৭৩৪২৪৪১

উল্লেখ্য, আহনাফের বাবা মো. শামসুল আলম, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহকারি রেজিস্ট্রার পদে কর্মরত আছেন।

ইবিহো/এসএস

আহনাফকে বাঁচাতে মানবিক হাত বাড়িয়ে দিন

মো. বাবুল হোসেন

থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু মাহিউর রহমান আহনাফ। 

ছয় বছরের শিশু মাহিউর রহমান আহনাফ; ভয়াল রোগ থ্যালাসেমিয়ায় ভুগছে। প্রতি মাসে অন্যের রক্ত নিয়ে বেঁচে থাকতে হচ্ছে তাকে। সেটাও বেশি দিন সম্ভব হবেনা, কারণ ক্রমাগত অন্যের রক্ত নেওয়ার ফলে ধীরে ধীরে দেহের অভ্যন্তরীণ অঙ্গ কিডনী, লিভার, ব্রেইন ও হার্ট বিকল হয়ে যাচ্ছে।

জরুরি ভিত্তিতে তার বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট করা অত্যাবশ্যকীয় হয়ে পড়ছে। এজন্য ৬০ থেকে ৬৫ লাখ টাকা দরকার, যা তার পরিবারের পক্ষে ব্যবস্থা করা সম্ভব হচ্ছেনা। আহনাফের পরিবার সমাজের হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন। তাকে বাঁচাতে আপনার মানবিক হাত বাড়িয়ে দিন। সাহায্য পাঠানোর ঠিকানা: Aleya Ferdaushi, 231120893001, City Bank Limited, Kawran Bazar Beanch, Dhaka
Md. Shamsul Alam, 411434166785, Sonali Bank Limited, Pabna Branch, Pabna

বিকাশ ও নগদ নাম্বার : ০১৭১৭৩৪২৪৪১

উল্লেখ্য, আহনাফের বাবা মো. শামসুল আলম, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহকারি রেজিস্ট্রার পদে কর্মরত আছেন।

ইবিহো/এসএস