ইবিতে ছাত্রী নির্যাতন: অভিযুক্তদের ১ বছর বহিষ্কার

ফরহাদ খাদেম
ইবিতে ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের ১ বছরের বহিষ্কার করা হয়েছে। 

দেশব্যাপী আলোচিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সানজিদা চৌধুরী অন্তরাসহ চার সহযোগীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার (১৫ জুলাই) বেলা ১১টায় উপাচার্যের সভাকক্ষে ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ এ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেলা ১১টায় ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় ফুলপরি নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় এবং হাইকোর্টের প্রতিবেদনের আলোকে বিশ্বিবদ্যালয়ের স্টুডেন্টস কোর্ড অব কন্ডাক্ট-১৯৮৭ এর পার্ট-২ ধারা-৮ মোতাবেক সর্বোচ্চ শাস্তি এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালামের সভাপতিত্বে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানসহ কমিটির অন্যরা উপস্থিত ছিলেন।

বহিষ্কৃত অন্যরা হলেন- ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম ও মোয়াবিয়া জাহান, আইন বিভাগের ইসরাত জাহান মীম এবং চারুকলা বিভাগের হালিমা খাতুন উর্মী।

উল্লেখ্য, গত ১১ ও ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে দুই দফায় ফুলপরী নামের এক নবীন ছাত্রীকে বিবস্ত্র করে রাতভর নির্যাতনের ঘটনা ঘটে। এতে ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসন, শাখা ছাত্রলীগ এবং হাইকোর্ট কর্তৃক পৃথক চারটি তদন্ত কমিটি গঠন করা হয়। এতে প্রত্যেকটি তদন্তে নির্যাতনের সত্যতা মেলে। তদন্ত প্রতিবেদনের আলোকে তাদের প্রত্যেককে শাখা ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

ইবিহো/এসএস

ইবিতে ছাত্রী নির্যাতন: অভিযুক্তদের ১ বছর বহিষ্কার

ফরহাদ খাদেম
ইবিতে ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের ১ বছরের বহিষ্কার করা হয়েছে। 

দেশব্যাপী আলোচিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সানজিদা চৌধুরী অন্তরাসহ চার সহযোগীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার (১৫ জুলাই) বেলা ১১টায় উপাচার্যের সভাকক্ষে ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ এ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেলা ১১টায় ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় ফুলপরি নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় এবং হাইকোর্টের প্রতিবেদনের আলোকে বিশ্বিবদ্যালয়ের স্টুডেন্টস কোর্ড অব কন্ডাক্ট-১৯৮৭ এর পার্ট-২ ধারা-৮ মোতাবেক সর্বোচ্চ শাস্তি এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালামের সভাপতিত্বে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানসহ কমিটির অন্যরা উপস্থিত ছিলেন।

বহিষ্কৃত অন্যরা হলেন- ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম ও মোয়াবিয়া জাহান, আইন বিভাগের ইসরাত জাহান মীম এবং চারুকলা বিভাগের হালিমা খাতুন উর্মী।

উল্লেখ্য, গত ১১ ও ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে দুই দফায় ফুলপরী নামের এক নবীন ছাত্রীকে বিবস্ত্র করে রাতভর নির্যাতনের ঘটনা ঘটে। এতে ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসন, শাখা ছাত্রলীগ এবং হাইকোর্ট কর্তৃক পৃথক চারটি তদন্ত কমিটি গঠন করা হয়। এতে প্রত্যেকটি তদন্তে নির্যাতনের সত্যতা মেলে। তদন্ত প্রতিবেদনের আলোকে তাদের প্রত্যেককে শাখা ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

ইবিহো/এসএস