ইবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালন

জাতিকে আলোর মধ্যে বাঁচিয়ে রাখার প্রতিষ্ঠান হচ্ছে গ্রন্থাগার: ড. শেখ আবদুস সালাম
ফরহাদ খাদেম

গ্রন্থাগার দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা।

স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিবাদ্য নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পালন করা হলো জাতীয় গ্রন্থাগার দিবস। দিবসটি পালন উপলক্ষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। আজ সকাল ১১টায় কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারে সমবেত হয়।

এরপর ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক এসএম আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, জাতিকে আলোর মধ্যে বাঁচিয়ে রাখার প্রতিষ্ঠান হচ্ছে গ্রন্থাগার। তিনি বলেন, ২০১৮ সাল হতে জাতীয়ভাবে এদিনটি পালন করা হচ্ছে। জাতীয়ভাবে এ দিনটি পালন করার উদ্দেশ্য হচ্ছে, গ্রন্থাগারের প্রতি পাঠকদের আগ্রহ সৃষ্টি করা। তিনি বলেন, আসুন আমরা প্রতিদিন অন্তত বইয়ের একটি করে পৃষ্ঠা পড়ি এবং বইকে আমাদের জীবনের একটি অংশ মনেকরি। তাহলেই স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া। সম্মানিত অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান।

সভা পরিচালনা করেন উপ-গ্রন্থাগারিক মো. আব্দুল আজিজ।

এমবিএইচ/এসএস

ইবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালন

জাতিকে আলোর মধ্যে বাঁচিয়ে রাখার প্রতিষ্ঠান হচ্ছে গ্রন্থাগার: ড. শেখ আবদুস সালাম
ফরহাদ খাদেম

গ্রন্থাগার দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা।

স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিবাদ্য নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পালন করা হলো জাতীয় গ্রন্থাগার দিবস। দিবসটি পালন উপলক্ষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। আজ সকাল ১১টায় কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারে সমবেত হয়।

এরপর ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক এসএম আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, জাতিকে আলোর মধ্যে বাঁচিয়ে রাখার প্রতিষ্ঠান হচ্ছে গ্রন্থাগার। তিনি বলেন, ২০১৮ সাল হতে জাতীয়ভাবে এদিনটি পালন করা হচ্ছে। জাতীয়ভাবে এ দিনটি পালন করার উদ্দেশ্য হচ্ছে, গ্রন্থাগারের প্রতি পাঠকদের আগ্রহ সৃষ্টি করা। তিনি বলেন, আসুন আমরা প্রতিদিন অন্তত বইয়ের একটি করে পৃষ্ঠা পড়ি এবং বইকে আমাদের জীবনের একটি অংশ মনেকরি। তাহলেই স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া। সম্মানিত অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান।

সভা পরিচালনা করেন উপ-গ্রন্থাগারিক মো. আব্দুল আজিজ।

এমবিএইচ/এসএস