ইবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু

ফরহাদ খাদেম

আলোকচিত্র প্রদর্শনী দেখছেন অতিথিরা।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী। ‘ইসলামী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি’র উদ্যোগে বিশ্বিবদ্যালয়ের শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) করিডোরে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে ফিতা কেটে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। এ সময় তার সাথে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ড. শরিফুল ইসলাম জুয়েল।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, এটি একটি সুন্দর আয়োজন। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন দেশের কালচার সম্পর্কে জানতে পারছে।

সংগঠনটির সভাপতি এনামুল রায়হান বলেন, ‘ইসলামী বিশ্বিবদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে এটিই প্রথম সর্ববৃহৎ আয়োজন। এখানে আমরা বাংলাদেশ, ভারত, নেপালসহ পাঁচটি দেশের ছবি রেখেছি। এর মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যন্য দর্শনার্থীরা বিভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কে জানতে পারছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যারা এসেছে তাদের সকলকে ফটোগ্রাফির প্রতি আগ্রহ তৈরি করা।’

এমবিএইচ/এসএস

ইবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু

ফরহাদ খাদেম

আলোকচিত্র প্রদর্শনী দেখছেন অতিথিরা।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী। ‘ইসলামী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি’র উদ্যোগে বিশ্বিবদ্যালয়ের শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) করিডোরে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে ফিতা কেটে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। এ সময় তার সাথে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ড. শরিফুল ইসলাম জুয়েল।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, এটি একটি সুন্দর আয়োজন। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন দেশের কালচার সম্পর্কে জানতে পারছে।

সংগঠনটির সভাপতি এনামুল রায়হান বলেন, ‘ইসলামী বিশ্বিবদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে এটিই প্রথম সর্ববৃহৎ আয়োজন। এখানে আমরা বাংলাদেশ, ভারত, নেপালসহ পাঁচটি দেশের ছবি রেখেছি। এর মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যন্য দর্শনার্থীরা বিভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কে জানতে পারছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যারা এসেছে তাদের সকলকে ফটোগ্রাফির প্রতি আগ্রহ তৈরি করা।’

এমবিএইচ/এসএস