ওরিয়েন্টেশন অনুষ্ঠান

ইবি’র ‘মুখলেছুর রহমান স্মৃতি ট্রাস্ট’ বৃত্তি পেলেন ২৪ শিক্ষার্থী

ফরহাদ খাদেম

বক্তব্য দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের বৃত্তি প্রদান ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে ৮ ফেব্রুয়ারি সকালে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ৮০ জন নবীন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়। এদিন ‘ড. মুখলেছুর রহমান স্মৃতি ট্রাস্ট’র উদ্যোগে ২৪ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে ২০১৯-২০ শিক্ষাবর্ষের জনকে মেধা বৃত্তি ও নয়জনকে সাধারণ বৃত্তি এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পাঁচ জনকে মেধা বৃত্তি ও পাঁচ জনকে সাধারণ বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মুত্তালিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া। এছাড়াও প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ, বিভাগের অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. মাহবুবুর রহমান, অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. কামরুল হাসান, অধ্যাপক ড. এ. কে. এম. মফিজুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মুত্তালিব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. শামছুল হক ছিদ্দিকী।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘সাহিত্য মানুষকে সমৃদ্ধ ও উদার করে। অন্ধত্ব থেকে মুক্তি দেয়। স্মার্ট বাংলাদেশ গঠনে যা যা গুণাবলি দরকার তা অর্জনে এগিয়ে থাকার জায়গা হচ্ছে আরবি ভাষা ও সাহিত্য। এটি একটি পেছনের জিনিস নয়, এটি আমাদের আধুনিকতার দিকে টেনে নিয়ে যায়।’

তিনি আরও বলেন, আমার চমৎকার লেগেছে, এক অনুষ্ঠানে একসাথে বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় বক্তৃতা শুনেছি। এটা প্রমাণ করে আপনারা চতুর্দিকেই এগিয়ে আছেন। আমি অনুরোধ করব, আপনারা অন্ধত্ব থেকে বেরিয়ে যাবেন। আপনারা এমন গুণাবলি অর্জন করুন যা অন্যদের কাছে প্রমাণ করবে। আরবি ভাষা ও সাহিত্য শুধু ধর্মীয় বিষয় নয়, বরং এটা জ্ঞান, স্মার্ট বাংলাদেশ গঠনে যা যা গুণাবলি দরকার তা অর্জনে এগিয়ে থাকার জায়গা।

এমবিএইচ/এসএস

ওরিয়েন্টেশন অনুষ্ঠান

ইবি’র ‘মুখলেছুর রহমান স্মৃতি ট্রাস্ট’ বৃত্তি পেলেন ২৪ শিক্ষার্থী

ফরহাদ খাদেম

বক্তব্য দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের বৃত্তি প্রদান ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে ৮ ফেব্রুয়ারি সকালে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ৮০ জন নবীন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়। এদিন ‘ড. মুখলেছুর রহমান স্মৃতি ট্রাস্ট’র উদ্যোগে ২৪ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে ২০১৯-২০ শিক্ষাবর্ষের জনকে মেধা বৃত্তি ও নয়জনকে সাধারণ বৃত্তি এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পাঁচ জনকে মেধা বৃত্তি ও পাঁচ জনকে সাধারণ বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মুত্তালিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া। এছাড়াও প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ, বিভাগের অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. মাহবুবুর রহমান, অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. কামরুল হাসান, অধ্যাপক ড. এ. কে. এম. মফিজুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মুত্তালিব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. শামছুল হক ছিদ্দিকী।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘সাহিত্য মানুষকে সমৃদ্ধ ও উদার করে। অন্ধত্ব থেকে মুক্তি দেয়। স্মার্ট বাংলাদেশ গঠনে যা যা গুণাবলি দরকার তা অর্জনে এগিয়ে থাকার জায়গা হচ্ছে আরবি ভাষা ও সাহিত্য। এটি একটি পেছনের জিনিস নয়, এটি আমাদের আধুনিকতার দিকে টেনে নিয়ে যায়।’

তিনি আরও বলেন, আমার চমৎকার লেগেছে, এক অনুষ্ঠানে একসাথে বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় বক্তৃতা শুনেছি। এটা প্রমাণ করে আপনারা চতুর্দিকেই এগিয়ে আছেন। আমি অনুরোধ করব, আপনারা অন্ধত্ব থেকে বেরিয়ে যাবেন। আপনারা এমন গুণাবলি অর্জন করুন যা অন্যদের কাছে প্রমাণ করবে। আরবি ভাষা ও সাহিত্য শুধু ধর্মীয় বিষয় নয়, বরং এটা জ্ঞান, স্মার্ট বাংলাদেশ গঠনে যা যা গুণাবলি দরকার তা অর্জনে এগিয়ে থাকার জায়গা।

এমবিএইচ/এসএস