ইবিতে শেষ হলো ছায়া জাতিসংঘ সম্মেলন

ফরহাদ খাদেম

ইবিতে শেষ হলো ছায়া জাতিসংঘ সম্মেলন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চার দিনব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন-২০২৩ সম্পন্ন হয়েছে। শনিবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ১৪০ নং কক্ষে এ সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে মোট ১৭টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ডেলিগেটরা অংশ নেন।

ওপেনিং অনুষ্ঠানে সভাপতি রাসেল মুরাদের সভাপতিত্বে অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম জুয়েল। এছাড়াও ইবি প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মুনজুরুল ইসলাম নাহিদ, আইউমুনার ট্রাস্টি মেম্বার হাসান ইয়াহিয়া ও সবুজ হোসাইনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের ক্লোজিং প্লেনারিতে প্লেনারি প্রেসিডেন্ট হিসেবে ছিলেন হাসান ইয়াহাইয়া (আল মানারাত ইউনিভার্সিটি),
সিকিউরিটি কাউন্সিলের স্পেশাল এনভয় তারিক (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), ইউনিসেফের সভাপতি হিসেবে ছিলেন শাফকাত মাহমুদ (ব্রাক ইউনিভার্সিটি), ইউএনডিপির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালিদ কালাম (নর্থ সাউথ ইউনিভার্সিটি), স্পেশালাইজড কমিটি ফর বাংলাদেশ অ্যাফেয়ারস এর সভাপতি হিসেবে ছিলেন আসিফুজ্জামান (ঢাকা বিশ্ববিদ্যালয়) ও ইউনাইটেড ন্যাশনস নিউজ এজেন্সির প্রেসিডেন্ট হিসেবে ছিলেন মাহমুদ হাসান (ভরেন্দ্র ইউনিভার্সিটি)।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আয়েশা বিনতে রাশেদ তিথি
ও ট্যুরিজম অ্যান্ড হস্পিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরশি আখি।

এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক নাহিদ হাসান বলেন,‘আমাদের অনেকদিন ধরেই ইচ্ছে ছিল এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করার। আমরা চাই আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে এগিয়ে থাকুক এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করুক।’

সংগঠনটির সভাপতি রাসেল মুরাদ বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর এ সম্মেলনটি আয়োজিত হয়। এরই ধারাবাহিকতায় ইবিতে সম্মেলনটি অনুষ্ঠিত হয় এবং আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকেও শিক্ষার্থীরা স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করেছে।

সম্মেলনটি গত ১৫ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত চলে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিইউপি) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) সহ প্রায় ১৭টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছায়া জাতিসংঘ সংস্থার প্রায় দুই শতাধিক কনফারেন্স সদস্য অংশগ্রহণ করেন।

এমবিএইচ/এসএস

ইবিতে শেষ হলো ছায়া জাতিসংঘ সম্মেলন

ফরহাদ খাদেম

ইবিতে শেষ হলো ছায়া জাতিসংঘ সম্মেলন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চার দিনব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন-২০২৩ সম্পন্ন হয়েছে। শনিবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ১৪০ নং কক্ষে এ সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে মোট ১৭টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ডেলিগেটরা অংশ নেন।

ওপেনিং অনুষ্ঠানে সভাপতি রাসেল মুরাদের সভাপতিত্বে অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম জুয়েল। এছাড়াও ইবি প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মুনজুরুল ইসলাম নাহিদ, আইউমুনার ট্রাস্টি মেম্বার হাসান ইয়াহিয়া ও সবুজ হোসাইনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের ক্লোজিং প্লেনারিতে প্লেনারি প্রেসিডেন্ট হিসেবে ছিলেন হাসান ইয়াহাইয়া (আল মানারাত ইউনিভার্সিটি),
সিকিউরিটি কাউন্সিলের স্পেশাল এনভয় তারিক (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), ইউনিসেফের সভাপতি হিসেবে ছিলেন শাফকাত মাহমুদ (ব্রাক ইউনিভার্সিটি), ইউএনডিপির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালিদ কালাম (নর্থ সাউথ ইউনিভার্সিটি), স্পেশালাইজড কমিটি ফর বাংলাদেশ অ্যাফেয়ারস এর সভাপতি হিসেবে ছিলেন আসিফুজ্জামান (ঢাকা বিশ্ববিদ্যালয়) ও ইউনাইটেড ন্যাশনস নিউজ এজেন্সির প্রেসিডেন্ট হিসেবে ছিলেন মাহমুদ হাসান (ভরেন্দ্র ইউনিভার্সিটি)।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আয়েশা বিনতে রাশেদ তিথি
ও ট্যুরিজম অ্যান্ড হস্পিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরশি আখি।

এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক নাহিদ হাসান বলেন,‘আমাদের অনেকদিন ধরেই ইচ্ছে ছিল এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করার। আমরা চাই আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে এগিয়ে থাকুক এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করুক।’

সংগঠনটির সভাপতি রাসেল মুরাদ বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর এ সম্মেলনটি আয়োজিত হয়। এরই ধারাবাহিকতায় ইবিতে সম্মেলনটি অনুষ্ঠিত হয় এবং আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকেও শিক্ষার্থীরা স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করেছে।

সম্মেলনটি গত ১৫ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত চলে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিইউপি) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) সহ প্রায় ১৭টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছায়া জাতিসংঘ সংস্থার প্রায় দুই শতাধিক কনফারেন্স সদস্য অংশগ্রহণ করেন।

এমবিএইচ/এসএস