ইবির আইকিউএসি’র নতুন পরিচালক ড. শাহজাহান

ফরহাদ খাদেম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনস্টিটিউটশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক পদে নিয়োগ পেয়েছেন আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল।

সোমবার (২০ মে) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন সূত্রে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক হিসেবে আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডলকে নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। আগামী তিন বছর তিনি এই দায়িত্ব পালন করবেন। এ অতিরিক্ত দায়িত্বপালনে তাকে নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

নতুন দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. শাহজাহান মন্ডল বলেন, যেহেতু আমি এই পদে নতুন এবং আমার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, তাই আমার সকলের সমর্থন ও সাহায্য প্রয়োজন। প্রত্যেক মানুষেরই কিছু সীমাবদ্ধতা থাকে, আমারও কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।

ইবিহো/এসএস

ইবির আইকিউএসি’র নতুন পরিচালক ড. শাহজাহান

ফরহাদ খাদেম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনস্টিটিউটশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক পদে নিয়োগ পেয়েছেন আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল।

সোমবার (২০ মে) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন সূত্রে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক হিসেবে আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডলকে নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। আগামী তিন বছর তিনি এই দায়িত্ব পালন করবেন। এ অতিরিক্ত দায়িত্বপালনে তাকে নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

নতুন দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. শাহজাহান মন্ডল বলেন, যেহেতু আমি এই পদে নতুন এবং আমার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, তাই আমার সকলের সমর্থন ও সাহায্য প্রয়োজন। প্রত্যেক মানুষেরই কিছু সীমাবদ্ধতা থাকে, আমারও কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।

ইবিহো/এসএস