ইবির প্রকল্প পরিচালক হলেন ড. নওয়াব আলী

ফরহাদ খাদেম
নবনিযুক্ত প্রকল্প পরিচালক ড. মো. নওয়াব আলী।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন (৩য় পর্যায়) ১ম সংশোধিত শীর্ষক ৫৩৭ কোটি ৭ লাখ টাকার চলমান বাস্তবায়নাধীন মেগা প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. নওয়াব আলী।

বর্তমানে তিনি ইবির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে কর্মরত আছেন। বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ সূত্রে ১৫ জানুয়ারি এসব তথ্য জানা গেছে।

এর আগে গত ৫ জানুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখা-৫ এর উপসচিব আসমা নাসরীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

৯ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ পদের জন্য তিনি বহাল থাকবেন। একইসাথে বিধি অনুযায়ী তিনি এ পদের সকল সুযোগ-সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে ড. নওয়াব আলী বলেন, ‘আমি প্রথমেই সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি প্রকল্পের যাবতীয় কাজ সঠিকভাবে দেখাশুনা করব। সেজন্য শিক্ষক- শিক্ষার্থী ও ঠিকাদারদের সহযোগিতা কামনা করছি। আমি আশা করছি আমাদের প্রকল্প সঠিকভাবে শেষ হলে এ বিশ্ববিদ্যালয় একটা ভালো পর্যায়ে যাবে।’

এর আগে ড. নওয়াব আলী বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত রেজিস্ট্রারসহ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার হিসেবে ৪ বছর কর্মরত ছিলেন বলে জানা গেছে। এছাড়াও তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সদস্য ছিলেন।

এমবিএইচ/এসএস

ইবির প্রকল্প পরিচালক হলেন ড. নওয়াব আলী

ফরহাদ খাদেম
নবনিযুক্ত প্রকল্প পরিচালক ড. মো. নওয়াব আলী।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন (৩য় পর্যায়) ১ম সংশোধিত শীর্ষক ৫৩৭ কোটি ৭ লাখ টাকার চলমান বাস্তবায়নাধীন মেগা প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. নওয়াব আলী।

বর্তমানে তিনি ইবির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে কর্মরত আছেন। বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ সূত্রে ১৫ জানুয়ারি এসব তথ্য জানা গেছে।

এর আগে গত ৫ জানুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখা-৫ এর উপসচিব আসমা নাসরীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

৯ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ পদের জন্য তিনি বহাল থাকবেন। একইসাথে বিধি অনুযায়ী তিনি এ পদের সকল সুযোগ-সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে ড. নওয়াব আলী বলেন, ‘আমি প্রথমেই সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি প্রকল্পের যাবতীয় কাজ সঠিকভাবে দেখাশুনা করব। সেজন্য শিক্ষক- শিক্ষার্থী ও ঠিকাদারদের সহযোগিতা কামনা করছি। আমি আশা করছি আমাদের প্রকল্প সঠিকভাবে শেষ হলে এ বিশ্ববিদ্যালয় একটা ভালো পর্যায়ে যাবে।’

এর আগে ড. নওয়াব আলী বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত রেজিস্ট্রারসহ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার হিসেবে ৪ বছর কর্মরত ছিলেন বলে জানা গেছে। এছাড়াও তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সদস্য ছিলেন।

এমবিএইচ/এসএস