ইবির ফলিত রসায়ন বিভাগের রজতজয়ন্তী ও পুনর্মিলনী

ফরহাদ খাদেম

উৎসবমুখর পরিবেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের রজতজয়ন্তী ও পঞ্চম পুনর্মিলনী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবন থেকে আনন্দ শোভাযাত্রা বের করে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

এতে বিভাগের ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রায় প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরীফ আল-রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হক। এছাড়াও এলামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক শাহনেওয়াজ রশিদসহ বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, বর্তমান সময়টা বিজ্ঞানের যুগ, কলাকৌশলগত উন্নয়নের যুগ। বিজ্ঞানকে টেকনোলজির সাথে মিলিয়ে ধরেন এরকম অধ্যয়নের একটি বিভাগ হচ্ছে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ। বিভাগের ২৫ বছর পুর্তিতে আপনাদের এলামনাইদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যে মিলন ঘটেছে তার মাধ্যমে সমৃদ্ধ হবে বিভাগ। নিজেদের মধ্যে গড়ে উঠবে সুসম্পর্ক।

আলোচনা সভা শেষে র‌্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে, গতকাল ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের সামনে দিনব্যাপী পিঠা উৎসব ও মঞ্চ উপস্থাপন আয়োজন করে বিভাগটি।

ইবিহো/এসএস

ইবির ফলিত রসায়ন বিভাগের রজতজয়ন্তী ও পুনর্মিলনী

ফরহাদ খাদেম

উৎসবমুখর পরিবেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের রজতজয়ন্তী ও পঞ্চম পুনর্মিলনী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবন থেকে আনন্দ শোভাযাত্রা বের করে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

এতে বিভাগের ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রায় প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরীফ আল-রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হক। এছাড়াও এলামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক শাহনেওয়াজ রশিদসহ বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, বর্তমান সময়টা বিজ্ঞানের যুগ, কলাকৌশলগত উন্নয়নের যুগ। বিজ্ঞানকে টেকনোলজির সাথে মিলিয়ে ধরেন এরকম অধ্যয়নের একটি বিভাগ হচ্ছে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ। বিভাগের ২৫ বছর পুর্তিতে আপনাদের এলামনাইদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যে মিলন ঘটেছে তার মাধ্যমে সমৃদ্ধ হবে বিভাগ। নিজেদের মধ্যে গড়ে উঠবে সুসম্পর্ক।

আলোচনা সভা শেষে র‌্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে, গতকাল ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের সামনে দিনব্যাপী পিঠা উৎসব ও মঞ্চ উপস্থাপন আয়োজন করে বিভাগটি।

ইবিহো/এসএস