ইবির সাবেক শিক্ষার্থীর নতুন বই ‘গল্পগুলো ছোট নয়’

ফরহাদ খাদেম

লেখক: মোস্তাফিজুর রহমান জুয়েল।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০০৪-০৫ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান জুয়েল। সামনের একুশে বই মেলায় প্রকাশিত হতে যাচ্ছে তার নতুন গল্পের বই ‘গল্পগুলো ছোট নয়’। স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান ‘ভাষাচিত্র প্রকাশনী’ থেকে বইটি প্রকাশিত হবে।

‘গল্পগুলো ছোট নয়’ গল্পের বইটিতে মোট গল্পের সংখ্যা সাতাশটি। প্রতিটি গল্পই লেখক দুইশ শব্দের মধ্যে শেষ করেছেন। যা বইটির এক অনন্য বৈশিষ্ট্য। গল্পগুলোতে লেখক মানবজীবনের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ জীবনের বাস্তবতা তুলে ধরেছেন। মানব জীবনের পাশাপাশি কিছু গল্পে ফুটে উঠেছে চারপাশে বয়ে চলা অন্য জীবনের চিত্র। গল্পগুলো পাঠকের বাস্তবজীবনেরই প্রতিচ্ছবি। গল্পগুলো পাঠে নিজের সংশ্লেষ খুঁজে পাওয়া যাবে। যা গল্পগুলোকে আরও বাস্তবানুগ করে তোলে। তাই গল্পগুলো আকারে ছোট হলেও গল্পের মর্মার্থ অনেক বেশি।

বইয়ের প্রচ্ছদ।

জানা যায়, বইটি আসন্ন অমর একুশে বই মেলার ৩২ নম্বর এভিনিউয়ে পাওয়া যাবে। একই সাথে বইটি ৩১ তারিখ থেকে অনুষ্ঠিত কলকাতা বই মেলাতেও পাওয়া যাবে। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। ইতোমধ্যেই রকমারি ডটকম অনলাইন বুকশপে ২৫ শতাংশ ছাড়ে বইটির প্রি-অর্ডার চলছে। বইটি রকমারিতে ৪৩৮টি বইয়ের মধ্যে প্রি-অর্ডারের তালিকায় তেরো নম্বরে আছে।

লেখক মোস্তাফিজুর রহমান ১৯৮৬ সালে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার ভাটই গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি তার একাডেমিক জীবন সম্পন্ন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে। কোন ধরনের অসংগতিকে কখনো মুখ বুজে সহ্য না করে প্রতিবাদের হাতিয়ার হিসেবে সঙ্গী করে নিয়েছেন লেখাকে। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন। বর্তমানে তিনি ওয়ান ব্যাংকে অফিসার পদে কর্মরত। ‘গল্পগুলো ছোট নয়’ বইটি লেখকের দ্বিতীয় বই। এর আগে ‘শুধুই প্রেম নয়’ নামে লেখকের প্রথম কবিতার বই প্রকাশিত হয়।

এমবিএইচ/এসএস

ইবির সাবেক শিক্ষার্থীর নতুন বই ‘গল্পগুলো ছোট নয়’

ফরহাদ খাদেম

লেখক: মোস্তাফিজুর রহমান জুয়েল।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০০৪-০৫ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান জুয়েল। সামনের একুশে বই মেলায় প্রকাশিত হতে যাচ্ছে তার নতুন গল্পের বই ‘গল্পগুলো ছোট নয়’। স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান ‘ভাষাচিত্র প্রকাশনী’ থেকে বইটি প্রকাশিত হবে।

‘গল্পগুলো ছোট নয়’ গল্পের বইটিতে মোট গল্পের সংখ্যা সাতাশটি। প্রতিটি গল্পই লেখক দুইশ শব্দের মধ্যে শেষ করেছেন। যা বইটির এক অনন্য বৈশিষ্ট্য। গল্পগুলোতে লেখক মানবজীবনের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ জীবনের বাস্তবতা তুলে ধরেছেন। মানব জীবনের পাশাপাশি কিছু গল্পে ফুটে উঠেছে চারপাশে বয়ে চলা অন্য জীবনের চিত্র। গল্পগুলো পাঠকের বাস্তবজীবনেরই প্রতিচ্ছবি। গল্পগুলো পাঠে নিজের সংশ্লেষ খুঁজে পাওয়া যাবে। যা গল্পগুলোকে আরও বাস্তবানুগ করে তোলে। তাই গল্পগুলো আকারে ছোট হলেও গল্পের মর্মার্থ অনেক বেশি।

বইয়ের প্রচ্ছদ।

জানা যায়, বইটি আসন্ন অমর একুশে বই মেলার ৩২ নম্বর এভিনিউয়ে পাওয়া যাবে। একই সাথে বইটি ৩১ তারিখ থেকে অনুষ্ঠিত কলকাতা বই মেলাতেও পাওয়া যাবে। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। ইতোমধ্যেই রকমারি ডটকম অনলাইন বুকশপে ২৫ শতাংশ ছাড়ে বইটির প্রি-অর্ডার চলছে। বইটি রকমারিতে ৪৩৮টি বইয়ের মধ্যে প্রি-অর্ডারের তালিকায় তেরো নম্বরে আছে।

লেখক মোস্তাফিজুর রহমান ১৯৮৬ সালে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার ভাটই গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি তার একাডেমিক জীবন সম্পন্ন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে। কোন ধরনের অসংগতিকে কখনো মুখ বুজে সহ্য না করে প্রতিবাদের হাতিয়ার হিসেবে সঙ্গী করে নিয়েছেন লেখাকে। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন। বর্তমানে তিনি ওয়ান ব্যাংকে অফিসার পদে কর্মরত। ‘গল্পগুলো ছোট নয়’ বইটি লেখকের দ্বিতীয় বই। এর আগে ‘শুধুই প্রেম নয়’ নামে লেখকের প্রথম কবিতার বই প্রকাশিত হয়।

এমবিএইচ/এসএস