এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট অনুষ্ঠিত
দৈনিক বাংলা ডেস্ক

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) ইউনিভার্সিটি, স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী কম্পিউটার গেমিং বিষয়ক প্রতিযোগিতা ‘এআইইউবি সাইবার গেমিং ফেস্ট-২০২২’।
প্রতিযোগিতার সমাপনী দিনে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার ড. কারমেন জিটা লামাগনা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযুক্তি প্রতিষ্ঠান গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান।
চতুর্থবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় এবারের আকষর্ণীয় গেমগুলি হলো ফিফা ২২, নিড ফর স্পিড, মোস্ট ওয়ানটেড, ডোটা-২, ভালোরান্ট, মোবাইল লিজেন্ডস বাং বাং, পিইএস ই ফুটবল ২০২২ ইত্যাদি।
এআইইউবি কম্পিউটার ক্লাবের(এসিসি) উদ্যোগে গত ১-৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন পর্বে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার পৃষ্ঠপোষক হিসাবে সহযোগিতা করে প্রযুক্তি প্রতিষ্ঠান গিগাবাইট, ওরাস, ক্লাব জি ওয়ান আইটি। প্রতিযোগিতায় ১০০টি স্কুল ও কলেজের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলার, ট্রেজারারসহ বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক, অংশগ্রহনকারী শিক্ষার্থী ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট অনুষ্ঠিত
দৈনিক বাংলা ডেস্ক

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) ইউনিভার্সিটি, স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী কম্পিউটার গেমিং বিষয়ক প্রতিযোগিতা ‘এআইইউবি সাইবার গেমিং ফেস্ট-২০২২’।
প্রতিযোগিতার সমাপনী দিনে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার ড. কারমেন জিটা লামাগনা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযুক্তি প্রতিষ্ঠান গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান।
চতুর্থবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় এবারের আকষর্ণীয় গেমগুলি হলো ফিফা ২২, নিড ফর স্পিড, মোস্ট ওয়ানটেড, ডোটা-২, ভালোরান্ট, মোবাইল লিজেন্ডস বাং বাং, পিইএস ই ফুটবল ২০২২ ইত্যাদি।
এআইইউবি কম্পিউটার ক্লাবের(এসিসি) উদ্যোগে গত ১-৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন পর্বে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার পৃষ্ঠপোষক হিসাবে সহযোগিতা করে প্রযুক্তি প্রতিষ্ঠান গিগাবাইট, ওরাস, ক্লাব জি ওয়ান আইটি। প্রতিযোগিতায় ১০০টি স্কুল ও কলেজের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলার, ট্রেজারারসহ বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক, অংশগ্রহনকারী শিক্ষার্থী ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।