এইচএসসির উত্তরপত্র তৈরি চক্রের ৮ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর বাগমারায় এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র বাইরে এনে উত্তরপত্র তৈরি করে তা বিক্রি করা চক্রের ৮ সদস্যকে আটক করেছে র‌্যাব-৫। আটকরা হলেন শামসুল ইসলাম (৪৫), জাকিরুল ইসলাম (৩৭), দুলাল হোসেন (৪৮), তৌহিদুল ইসলাম জনি (৩৩), মোরশেদুল আলম (৪৮), মমিন মণ্ডল (২১), শরিফুল ইসলাম (২৫) ও তোফায়েল হোসেন (৩৩)। তাদের কাছ থেকে এইচএসসির এক সেট মূল প্রশ্নপত্র, পাঁচটি গাইড বই, ফাঁস করা প্রশ্নের উত্তর ২০০ সেট, ফটোকপি মেশিন দুইটি, মোবাইল ফোন সাতটি ও সিমকার্ড নয়টি জব্দ করা হয়। র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বাগমারা থানার ভবানীগঞ্জে একটি অসাধু চক্র পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র পরীক্ষার কেন্দ্র থেকে নিয়ে এসে তার উত্তর তৈরি করে বিক্রি করছে। যা পরবর্তীতে পরীক্ষার হলে বিভিন্ন মাধ্যমে সরবরাহ করা হয়।

আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা পরস্পর যোগসাজশে বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া এইচএসসি (বিএমটি/বিএম) হিসাববিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র পরীক্ষা শুরুর আগে অজ্ঞাত ব্যক্তির সাহায্যে পরীক্ষার কেন্দ্র থেকে মোবাইলে ফোনে পেয়ে উত্তরপত্র প্রস্তুত করে। পরে সেগুলো ফটোকপি করে পরীক্ষার্থীদের কাছে অর্থের বিনিময়ে সরবরাহ করত। তারা আগেও এসএসসি ও এইচএসসি পরীক্ষাসহ আরও অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে এবং অভিনব কায়দায় উত্তরপত্র তৈরি করে পরীক্ষার্থীদের কাছে অর্থের বিনিময়ে সরবরাহ করেছে।

এইচএসসির উত্তরপত্র তৈরি চক্রের ৮ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর বাগমারায় এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র বাইরে এনে উত্তরপত্র তৈরি করে তা বিক্রি করা চক্রের ৮ সদস্যকে আটক করেছে র‌্যাব-৫। আটকরা হলেন শামসুল ইসলাম (৪৫), জাকিরুল ইসলাম (৩৭), দুলাল হোসেন (৪৮), তৌহিদুল ইসলাম জনি (৩৩), মোরশেদুল আলম (৪৮), মমিন মণ্ডল (২১), শরিফুল ইসলাম (২৫) ও তোফায়েল হোসেন (৩৩)। তাদের কাছ থেকে এইচএসসির এক সেট মূল প্রশ্নপত্র, পাঁচটি গাইড বই, ফাঁস করা প্রশ্নের উত্তর ২০০ সেট, ফটোকপি মেশিন দুইটি, মোবাইল ফোন সাতটি ও সিমকার্ড নয়টি জব্দ করা হয়। র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বাগমারা থানার ভবানীগঞ্জে একটি অসাধু চক্র পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র পরীক্ষার কেন্দ্র থেকে নিয়ে এসে তার উত্তর তৈরি করে বিক্রি করছে। যা পরবর্তীতে পরীক্ষার হলে বিভিন্ন মাধ্যমে সরবরাহ করা হয়।

আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা পরস্পর যোগসাজশে বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া এইচএসসি (বিএমটি/বিএম) হিসাববিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র পরীক্ষা শুরুর আগে অজ্ঞাত ব্যক্তির সাহায্যে পরীক্ষার কেন্দ্র থেকে মোবাইলে ফোনে পেয়ে উত্তরপত্র প্রস্তুত করে। পরে সেগুলো ফটোকপি করে পরীক্ষার্থীদের কাছে অর্থের বিনিময়ে সরবরাহ করত। তারা আগেও এসএসসি ও এইচএসসি পরীক্ষাসহ আরও অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে এবং অভিনব কায়দায় উত্তরপত্র তৈরি করে পরীক্ষার্থীদের কাছে অর্থের বিনিময়ে সরবরাহ করেছে।