এমআইএসটিতে সেমিনার অনুষ্ঠিত

মিলিটারী ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনলোজিতে (এমআইএসটি) একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এমআইএসটির সাইন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের তত্ত্বাবধানে মঙ্গলবার ‘সেমিনার অন ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিকস টু ফেস আইআর ৪.০ অ্যান্ড ইন্ট্রো-এমআইএসটি ম্যাথ অলিম্পিয়াড ২০২২’ র্শীষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, এ সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এমআইএসটির কম্যান্ড্যান্ট মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামান। এছাড়া ‘কিনোট স্পিকার’ হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ এবং জাতীয় গণিত অলিম্পিয়াড কমিটি বাংলাদেশের সদস্য সচিব ও বুয়েটের গনিত বিভাগের অধ্যাপক ড. মনিরুল আলম সরকার। এ ছাড়াও ওই সেমিনারে এমআইএসটির সকল বিভাগীয় প্রধান, ডীন, অধ্যাপক, উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আইএসপিআর জানায়, গণিত বিশুদ্ধ বিজ্ঞানের অন্যতম প্রধান শাখা যা মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশ্লেষণধর্মী জ্ঞান এবং দক্ষতা প্রচারে মূল ভূমিকা পালন করছে। টেকসই উন্নয়ন উদ্ভাবনের জন্য এবং বিভিন্ন গবেষণা কাজের কাঙ্খিত ফলাফল অর্জনে গণিত চর্চা অপরিহার্য ভূমিকা পালন করে। গণিত চর্চা সম্ভাবনাময় প্রকৌশলীদের জন্য বিভিন্ন ঘটনার পারস্পরিক সম্পর্ক এবং বিজ্ঞান ও প্রযুক্তির সর্বশেষ বিকাশ বোঝার অন্যতম প্রধান বাহন হিসাবে বিবেচনা করা হয়।

আইএসপিআর আরও জানিয়েছে, শিক্ষার্থীদের মধ্যে প্রকৌশল বিষয়ক বিভিন্ন জটিল সমস্যার সমাধানে গণিতের প্রয়োগ ও গণিতের প্রতি আগ্রহ জাগিয়ে তোলাই সেমিনারের মূল উদ্দেশ্য। এমআইএসটির গণিত অলিম্পিয়াড ক্লাব প্রযুক্তিমনা তরুন ছাত্রছাত্রীদের জন্য একটি চমৎকার প্লাটফর্ম তৈরির উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে।

এমআইএসটিতে সেমিনার অনুষ্ঠিত

মিলিটারী ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনলোজিতে (এমআইএসটি) একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এমআইএসটির সাইন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের তত্ত্বাবধানে মঙ্গলবার ‘সেমিনার অন ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিকস টু ফেস আইআর ৪.০ অ্যান্ড ইন্ট্রো-এমআইএসটি ম্যাথ অলিম্পিয়াড ২০২২’ র্শীষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, এ সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এমআইএসটির কম্যান্ড্যান্ট মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামান। এছাড়া ‘কিনোট স্পিকার’ হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ এবং জাতীয় গণিত অলিম্পিয়াড কমিটি বাংলাদেশের সদস্য সচিব ও বুয়েটের গনিত বিভাগের অধ্যাপক ড. মনিরুল আলম সরকার। এ ছাড়াও ওই সেমিনারে এমআইএসটির সকল বিভাগীয় প্রধান, ডীন, অধ্যাপক, উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আইএসপিআর জানায়, গণিত বিশুদ্ধ বিজ্ঞানের অন্যতম প্রধান শাখা যা মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশ্লেষণধর্মী জ্ঞান এবং দক্ষতা প্রচারে মূল ভূমিকা পালন করছে। টেকসই উন্নয়ন উদ্ভাবনের জন্য এবং বিভিন্ন গবেষণা কাজের কাঙ্খিত ফলাফল অর্জনে গণিত চর্চা অপরিহার্য ভূমিকা পালন করে। গণিত চর্চা সম্ভাবনাময় প্রকৌশলীদের জন্য বিভিন্ন ঘটনার পারস্পরিক সম্পর্ক এবং বিজ্ঞান ও প্রযুক্তির সর্বশেষ বিকাশ বোঝার অন্যতম প্রধান বাহন হিসাবে বিবেচনা করা হয়।

আইএসপিআর আরও জানিয়েছে, শিক্ষার্থীদের মধ্যে প্রকৌশল বিষয়ক বিভিন্ন জটিল সমস্যার সমাধানে গণিতের প্রয়োগ ও গণিতের প্রতি আগ্রহ জাগিয়ে তোলাই সেমিনারের মূল উদ্দেশ্য। এমআইএসটির গণিত অলিম্পিয়াড ক্লাব প্রযুক্তিমনা তরুন ছাত্রছাত্রীদের জন্য একটি চমৎকার প্লাটফর্ম তৈরির উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে।