এসএসসিতে ভালো ফল: সব বাধা পেরিয়ে জয়ী আশরাফ

চট্টগ্রামের বোয়ালখালীর আশরাফ উদ্দিন।
চট্টগ্রাম ব্যুরো

শারীরিক অক্ষমতা যে কোনো অর্জনে বাধা নয়—তার সাক্ষী চট্টগ্রামের বোয়ালখালীর আশরাফ উদ্দিন। এবারের এসএসসি পরীক্ষায় পাস করে সে দেখিয়ে দিল—ইচ্ছা থাকলে সবই সম্ভব।

জন্ম থেকে ডান হাতের কবজি নেই আশরাফের। দুই পা অচল। বাঁ-হাতই তার অস্ত্র। ওই হাতে লিখেই কৃতকার্য হলো এসএসসিতে। বড় ভাইয়ের কোলে চড়ে পরীক্ষাকেন্দ্রে আসত আশরাফ। বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দেয় আশরাফ। বাড়ি পশ্চিম গোমদীর জমাদারহাটে। বাবা নাসির উদ্দিন ও মা জাহানারা বেগমের চার ছেলের মধ্যে সবার ছোট আশরাফ। জিপিএ ২.৭৮ পেয়ে এসএসসিতে পাস করে সে।

কালবেলাকে আশরাফ বলে, ‘এগিয়ে যেতে চাই, পরিবারের বোঝা হতে চাই না। এজন্য সবার সহযোগিতা দরকার।’

স্থানীয় সাংবাদিক কাজী আয়েশা ফারজানা জানান, আশরাফের অদম্য ইচ্ছাশক্তি দেখে পরিবারের সবাই তার পাশে থাকে। দুই ভাই সরকারি চাকরিজীবী।

বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, ‘আশরাফের উচ্চশিক্ষা অর্জনে ভর্তিসহ যা যা সহযোগিতা করা দরকার উপজেলা প্রশাসন সবই করবে।’

স্কুলের প্রধান শিক্ষক কামাল উদ্দিন বলেন, ‘শারীরিক কারণে আশরাফ নিয়মিত ক্লাস করতে পারত না, তবে সব পরীক্ষায় অংশ নিত। আমরা তার সাফল্যে গর্বিত।’

আশরাফের বাবা নাসির উদ্দিন বলেন, ‘ছেলে যতদূর পড়তে চায় পড়াব। ভাইয়েরাও আমৃত্যু তার পাশে থাকবে।’

এসএসসিতে ভালো ফল: সব বাধা পেরিয়ে জয়ী আশরাফ

চট্টগ্রামের বোয়ালখালীর আশরাফ উদ্দিন।
চট্টগ্রাম ব্যুরো

শারীরিক অক্ষমতা যে কোনো অর্জনে বাধা নয়—তার সাক্ষী চট্টগ্রামের বোয়ালখালীর আশরাফ উদ্দিন। এবারের এসএসসি পরীক্ষায় পাস করে সে দেখিয়ে দিল—ইচ্ছা থাকলে সবই সম্ভব।

জন্ম থেকে ডান হাতের কবজি নেই আশরাফের। দুই পা অচল। বাঁ-হাতই তার অস্ত্র। ওই হাতে লিখেই কৃতকার্য হলো এসএসসিতে। বড় ভাইয়ের কোলে চড়ে পরীক্ষাকেন্দ্রে আসত আশরাফ। বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দেয় আশরাফ। বাড়ি পশ্চিম গোমদীর জমাদারহাটে। বাবা নাসির উদ্দিন ও মা জাহানারা বেগমের চার ছেলের মধ্যে সবার ছোট আশরাফ। জিপিএ ২.৭৮ পেয়ে এসএসসিতে পাস করে সে।

কালবেলাকে আশরাফ বলে, ‘এগিয়ে যেতে চাই, পরিবারের বোঝা হতে চাই না। এজন্য সবার সহযোগিতা দরকার।’

স্থানীয় সাংবাদিক কাজী আয়েশা ফারজানা জানান, আশরাফের অদম্য ইচ্ছাশক্তি দেখে পরিবারের সবাই তার পাশে থাকে। দুই ভাই সরকারি চাকরিজীবী।

বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, ‘আশরাফের উচ্চশিক্ষা অর্জনে ভর্তিসহ যা যা সহযোগিতা করা দরকার উপজেলা প্রশাসন সবই করবে।’

স্কুলের প্রধান শিক্ষক কামাল উদ্দিন বলেন, ‘শারীরিক কারণে আশরাফ নিয়মিত ক্লাস করতে পারত না, তবে সব পরীক্ষায় অংশ নিত। আমরা তার সাফল্যে গর্বিত।’

আশরাফের বাবা নাসির উদ্দিন বলেন, ‘ছেলে যতদূর পড়তে চায় পড়াব। ভাইয়েরাও আমৃত্যু তার পাশে থাকবে।’