পদার্থবিজ্ঞান

এসএসসি পরীক্ষা ২০২৩ প্রস্তুতি

মো. বদরুল ইসলাম

সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, তেজগাঁও, ঢাকা

কাজ ক্ষমতা ও শক্তি

[পূর্বে প্রকাশিত অংশের পর]

১৬৯। কিসের সাহায্যে সূর্য রশ্মিকে অভিসারী করে আগুন জ্বালানো যায়?

উত্তর : লেন্স ও দর্পণ

১৭০। যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকে কী বলে?

উত্তর : জেনারেটর

১৭১। বিভিন্ন ধরনের ইঞ্জিনে কোন শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয়?

উত্তর : তাপ শক্তি

১৭২। প্রবাহিত পানির স্রোতে কী ধরনের শক্তি আছে?

উত্তর : গতিশক্তি ও বিভব শক্তি

১৭৩। পানির প্রবাহ বা স্রোতকে কাজে লাগিয়ে যে তড়িৎ বা বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে কি বলা হয়?

উত্তর : জলবিদ্যুৎ

১৭৪। জলবিদ্যুৎ উৎপাদনে পানির কোন শক্তিকে ব্যবহার করা হয়?

উত্তর : বিভব শক্তি

১৭৫। জলবিদ্যুৎ উৎপাদনে টার্বাইনটি কিসের সঙ্গে সরাসরি যুক্ত?

উত্তর : তড়িৎ জেনারেটরের সঙ্গে

১৭৬। পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্যের কারণে কী প্রবাহিত হয়?

উত্তর : বায়ু

১৭৭। জামা-কাপড় ইস্ত্রি করার সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?

উত্তর : বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে

১৭৮। কোনটির উৎপাদন ও ব্যবহার পল্লী অঞ্চলের চেহারা বদলে দিতে সক্ষম?

উত্তর : বায়োমাস

১৭৯। হাতে হাত ঘষলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?

উত্তর : যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে

১৮০। বাষ্পীয় ইঞ্জিনে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?

উত্তর : তাপশক্তি যান্ত্রিক শক্তিতে

১৮১। ফটো-ভোলটেইক সেলের উপর আলোর ক্রিয়ার ফলে আলোক শক্তি কী ধরনের শক্তিতে রূপান্তরিত হয়?

উত্তর : তড়িৎ শক্তি

১৮২। নিউক্লীয় ফিশন বিক্রিয়ায় কী ঘটে?

উত্তর : নিউট্রন নিউক্লিয়াসকে আঘাত করে

১৮৩। নিউক্লীয় বিক্রিয়ায় কোনটির সঙ্গে নিউট্রনের বিক্রিয়া ঘটানো হয়?

উত্তর : ইউরেনিয়াম

১৮৪। নিউক্লীয় জ্বালানির বর্জ্য অতিমাত্রায়-

উত্তর : তেজস্ক্রিয়

১৮৫। কাজ সম্পন্নকারী কোনো ব্যক্তি বা উৎসের কাজ করার হারকে কী বলে?

উত্তর : ক্ষমতা

১৮৬। কোনো যন্ত্র, ব্যক্তি বা উৎস দ্বারা একক সময়ে সম্পাদিত কাজের পরিমাণ আমাদের ধারণা দেয়-

উত্তর : ক্ষমতা

কৃষিশিক্ষা

দেওয়ান সামছুর রহমান

সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ

কৃষি উপকরণ

[পূর্বে প্রকাশিত অংশের পর]

১৬। প্রতি বছর ২৩ সেন্টিমিটারের নিচের আকৃতির রুই, কাতলা, মৃগেল ধরার নিষিদ্ধ সময় কোনটি?

ক) জানুয়ারি-এপ্রিল খ) মার্চ-জুলাই

গ) ফেব্রুয়ারি-জুন ঘ) জুলাই-ডিসেম্বর

১৭। মৎস্য সংরক্ষণ আইন প্রথমবার ভঙ্গকারীর সাজা কত মাস?

ক) ১-৬ মাস খ) ২-৮ মাস

গ) ৩-৯ মাস ঘ) ৬-১২ মাস

১৮। কী পরিমাণ বা তার চেয়ে কম দৈর্ঘ্যরে ফাঁস বিশিষ্ট জালকে কারেন্ট জাল বলা হয়?

ক) ৩ সে.মি. খ) ৪ সে.মি.

গ) ৪.৫ সে.মি. ঘ) ৫.৫ সে.মি.

১৯। ইলিশের ক্ষেত্রে জাটকার পরিমাপ ধরা হয়-

i. ২৩ সে.মি.-এর কম ii. ২৩ সে.মি.-এর বেশি iii. ৯ ইঞ্চির কম

নিচের কোনটি সঠিক

ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii

২০। পারিবারিকভাবে খোঁয়াড়ে শুধু রাতে আশ্রয়ের জন্য কয়টি হাঁস-মুরগি পালন করা যায়?

ক) ৩-১০টি খ) ৪-১২টি

গ) ৫-১০টি ঘ) ১০-১৫টি

২১। পাখির বাসস্থান তৈরির উদ্দেশ্য হতে পারে-

i. আরামদায়ক পরিবেশ সৃষ্টি করা ii. খারাপ আবহাওয়ায় রাখা iii. চোরের হাত থেকে রক্ষা করা

নিচের কোনটি সঠিক

ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii

২২। সদ্য ফোটা বাচ্চাদের জন্ম থেকে ৪-৬ সপ্তাহ পর্যন্ত কৃত্রিমভাবে যে ঘরে রাখা হয় তাকে কী বলে?

ক) ব্রুডার ঘর খ) গ্রোয়ার ঘর

গ) ব্রয়লার ঘর ঘ) হ্যাচারি ঘর

২৩। ছাদের ডিজাইনের উপর ভিত্তি করে কয় ধরনের মুরগির ঘর বেশি দেখা যায়?

ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ

২৪। হাঁস-মুরগির ঘরের দরজা কোন দিকে থাকতে হবে?

ক) উত্তর দিকে খ) দক্ষিণ দিকে

গ) পূর্বদিকে ঘ) পশ্চিম দিকে

২৫। ডিম উৎপাদনকারী হাঁস-মুরগিকে কত সপ্তাহ পর্যন্ত পালন করা হয়?

ক) ২০-৪০ সপ্তাহ খ) ২১-৫২ সপ্তাহ

গ) ২১-৭২ সপ্তাহ ঘ) ২৫-৭৫ সপ্তাহ

২৬। হাঁস-মুরগি পালনের জন্য কোন আকৃতির ঘর সবচেয়ে ভালো?

ক) গোলাকার খ) বর্গাকার

গ) বৃত্তাকার ঘ) আয়তাকার

২৭। শেড টাইপ ঘর খুবই উপযোগী হতে পারে-

i. খোলা অবস্থায় মুরগি পালনের ক্ষেত্রে ii. অর্ধ-আবদ্ধ অবস্থায় মুরগি পালনের ক্ষেত্রে iii. আবদ্ধ অবস্থায় মুরগি পালনের ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক

ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii

উত্তর : ১৬.ঘ ১৭.ক ১৮.গ ১৯.খ ২০.ঘ ২১.খ ২২.ক ২৩.ক ২৪.খ ২৫.গ ২৬.ঘ ২৭.ক।

পদার্থবিজ্ঞান

এসএসসি পরীক্ষা ২০২৩ প্রস্তুতি

মো. বদরুল ইসলাম

সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, তেজগাঁও, ঢাকা

কাজ ক্ষমতা ও শক্তি

[পূর্বে প্রকাশিত অংশের পর]

১৬৯। কিসের সাহায্যে সূর্য রশ্মিকে অভিসারী করে আগুন জ্বালানো যায়?

উত্তর : লেন্স ও দর্পণ

১৭০। যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকে কী বলে?

উত্তর : জেনারেটর

১৭১। বিভিন্ন ধরনের ইঞ্জিনে কোন শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয়?

উত্তর : তাপ শক্তি

১৭২। প্রবাহিত পানির স্রোতে কী ধরনের শক্তি আছে?

উত্তর : গতিশক্তি ও বিভব শক্তি

১৭৩। পানির প্রবাহ বা স্রোতকে কাজে লাগিয়ে যে তড়িৎ বা বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে কি বলা হয়?

উত্তর : জলবিদ্যুৎ

১৭৪। জলবিদ্যুৎ উৎপাদনে পানির কোন শক্তিকে ব্যবহার করা হয়?

উত্তর : বিভব শক্তি

১৭৫। জলবিদ্যুৎ উৎপাদনে টার্বাইনটি কিসের সঙ্গে সরাসরি যুক্ত?

উত্তর : তড়িৎ জেনারেটরের সঙ্গে

১৭৬। পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্যের কারণে কী প্রবাহিত হয়?

উত্তর : বায়ু

১৭৭। জামা-কাপড় ইস্ত্রি করার সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?

উত্তর : বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে

১৭৮। কোনটির উৎপাদন ও ব্যবহার পল্লী অঞ্চলের চেহারা বদলে দিতে সক্ষম?

উত্তর : বায়োমাস

১৭৯। হাতে হাত ঘষলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?

উত্তর : যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে

১৮০। বাষ্পীয় ইঞ্জিনে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?

উত্তর : তাপশক্তি যান্ত্রিক শক্তিতে

১৮১। ফটো-ভোলটেইক সেলের উপর আলোর ক্রিয়ার ফলে আলোক শক্তি কী ধরনের শক্তিতে রূপান্তরিত হয়?

উত্তর : তড়িৎ শক্তি

১৮২। নিউক্লীয় ফিশন বিক্রিয়ায় কী ঘটে?

উত্তর : নিউট্রন নিউক্লিয়াসকে আঘাত করে

১৮৩। নিউক্লীয় বিক্রিয়ায় কোনটির সঙ্গে নিউট্রনের বিক্রিয়া ঘটানো হয়?

উত্তর : ইউরেনিয়াম

১৮৪। নিউক্লীয় জ্বালানির বর্জ্য অতিমাত্রায়-

উত্তর : তেজস্ক্রিয়

১৮৫। কাজ সম্পন্নকারী কোনো ব্যক্তি বা উৎসের কাজ করার হারকে কী বলে?

উত্তর : ক্ষমতা

১৮৬। কোনো যন্ত্র, ব্যক্তি বা উৎস দ্বারা একক সময়ে সম্পাদিত কাজের পরিমাণ আমাদের ধারণা দেয়-

উত্তর : ক্ষমতা

কৃষিশিক্ষা

দেওয়ান সামছুর রহমান

সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ

কৃষি উপকরণ

[পূর্বে প্রকাশিত অংশের পর]

১৬। প্রতি বছর ২৩ সেন্টিমিটারের নিচের আকৃতির রুই, কাতলা, মৃগেল ধরার নিষিদ্ধ সময় কোনটি?

ক) জানুয়ারি-এপ্রিল খ) মার্চ-জুলাই

গ) ফেব্রুয়ারি-জুন ঘ) জুলাই-ডিসেম্বর

১৭। মৎস্য সংরক্ষণ আইন প্রথমবার ভঙ্গকারীর সাজা কত মাস?

ক) ১-৬ মাস খ) ২-৮ মাস

গ) ৩-৯ মাস ঘ) ৬-১২ মাস

১৮। কী পরিমাণ বা তার চেয়ে কম দৈর্ঘ্যরে ফাঁস বিশিষ্ট জালকে কারেন্ট জাল বলা হয়?

ক) ৩ সে.মি. খ) ৪ সে.মি.

গ) ৪.৫ সে.মি. ঘ) ৫.৫ সে.মি.

১৯। ইলিশের ক্ষেত্রে জাটকার পরিমাপ ধরা হয়-

i. ২৩ সে.মি.-এর কম ii. ২৩ সে.মি.-এর বেশি iii. ৯ ইঞ্চির কম

নিচের কোনটি সঠিক

ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii

২০। পারিবারিকভাবে খোঁয়াড়ে শুধু রাতে আশ্রয়ের জন্য কয়টি হাঁস-মুরগি পালন করা যায়?

ক) ৩-১০টি খ) ৪-১২টি

গ) ৫-১০টি ঘ) ১০-১৫টি

২১। পাখির বাসস্থান তৈরির উদ্দেশ্য হতে পারে-

i. আরামদায়ক পরিবেশ সৃষ্টি করা ii. খারাপ আবহাওয়ায় রাখা iii. চোরের হাত থেকে রক্ষা করা

নিচের কোনটি সঠিক

ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii

২২। সদ্য ফোটা বাচ্চাদের জন্ম থেকে ৪-৬ সপ্তাহ পর্যন্ত কৃত্রিমভাবে যে ঘরে রাখা হয় তাকে কী বলে?

ক) ব্রুডার ঘর খ) গ্রোয়ার ঘর

গ) ব্রয়লার ঘর ঘ) হ্যাচারি ঘর

২৩। ছাদের ডিজাইনের উপর ভিত্তি করে কয় ধরনের মুরগির ঘর বেশি দেখা যায়?

ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ

২৪। হাঁস-মুরগির ঘরের দরজা কোন দিকে থাকতে হবে?

ক) উত্তর দিকে খ) দক্ষিণ দিকে

গ) পূর্বদিকে ঘ) পশ্চিম দিকে

২৫। ডিম উৎপাদনকারী হাঁস-মুরগিকে কত সপ্তাহ পর্যন্ত পালন করা হয়?

ক) ২০-৪০ সপ্তাহ খ) ২১-৫২ সপ্তাহ

গ) ২১-৭২ সপ্তাহ ঘ) ২৫-৭৫ সপ্তাহ

২৬। হাঁস-মুরগি পালনের জন্য কোন আকৃতির ঘর সবচেয়ে ভালো?

ক) গোলাকার খ) বর্গাকার

গ) বৃত্তাকার ঘ) আয়তাকার

২৭। শেড টাইপ ঘর খুবই উপযোগী হতে পারে-

i. খোলা অবস্থায় মুরগি পালনের ক্ষেত্রে ii. অর্ধ-আবদ্ধ অবস্থায় মুরগি পালনের ক্ষেত্রে iii. আবদ্ধ অবস্থায় মুরগি পালনের ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক

ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii

উত্তর : ১৬.ঘ ১৭.ক ১৮.গ ১৯.খ ২০.ঘ ২১.খ ২২.ক ২৩.ক ২৪.খ ২৫.গ ২৬.ঘ ২৭.ক।