কুবির শেখ হাসিনা হলে বিজয়ের উল্লাসে জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা

জাভেদ রায়হান
অনুষ্ঠান পারফর্ম করছেন শিক্ষার্থীরা।

‘হৃদয় অরণ্যে, বিজয় একান্ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শেখ হাসিনা হলে প্রথমবারের মতো ‘বিজয় দিবস’ উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজিত হয়েছে। হল প্রাধ্যক্ষ মো. সাহেদুর রহমানের সভাপতিত্বে ও আবাসিক শিক্ষার্থী জিনাত ইভা, সিসিলি জামান এবং হূমায়রা কবীরের সঞ্চালনায় গতকাল সন্ধ্যায় এই আয়োজন শুরু হয়।

অনুষ্ঠান পারফর্ম করছেন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। তিনি বলেন, আমি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ ধরনের আয়োজন অত্যন্ত আনন্দের সাথেই উপভোগ করি। আমি চাই আমার শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি আচরণ, খেলাধুলা, সাংস্কৃতিক দিক থেকেও ভালো করুক। সেজন্য শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ব্যবস্থাও করছি আমরা। আশা করি এতে তারা অনুপ্রাণিত হয়ে আরও ভালো করবে।

অনুষ্ঠান পারফর্ম করছেন শিক্ষার্থীরা।

প্রাধ্যক্ষ মো. সাহেদুর রহমান বলেন, কুমিল্লা বিশ্বিদ্যালয়ে দ্বিতীয় মহিলা হল হিসেবে শেখ হাসিনা হলের যাত্রা নতুন হওয়ায় উদ্বোধনের পর বড় কোনো অনুষ্ঠান এখনও আয়োজন করা হয়নি। এই প্রথম বিজয় দিবস উপলক্ষে উপাচার্য স্যারের সহযোগিতায় এই অনুষ্ঠানের সুষ্ঠু আয়োজন করা সম্ভব হয়েছে। আমরা আশাবাদী সামনেও এরকম আয়োজন করে আমাদের শিক্ষার্থীদের জন্য পড়াশোনার পরিবেশ টাকে আনন্দপূর্ণ করতে পারবো।

অনুষ্ঠান উপভোগ করছেন দর্শকরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগীয় প্রধান ও শিক্ষক, হলের সকল হাউজ টিউটরসহ আবাসিক শিক্ষার্থীরা।

এমবিএইচ/এসএস

কুবির শেখ হাসিনা হলে বিজয়ের উল্লাসে জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা

জাভেদ রায়হান
অনুষ্ঠান পারফর্ম করছেন শিক্ষার্থীরা।

‘হৃদয় অরণ্যে, বিজয় একান্ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শেখ হাসিনা হলে প্রথমবারের মতো ‘বিজয় দিবস’ উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজিত হয়েছে। হল প্রাধ্যক্ষ মো. সাহেদুর রহমানের সভাপতিত্বে ও আবাসিক শিক্ষার্থী জিনাত ইভা, সিসিলি জামান এবং হূমায়রা কবীরের সঞ্চালনায় গতকাল সন্ধ্যায় এই আয়োজন শুরু হয়।

অনুষ্ঠান পারফর্ম করছেন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। তিনি বলেন, আমি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ ধরনের আয়োজন অত্যন্ত আনন্দের সাথেই উপভোগ করি। আমি চাই আমার শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি আচরণ, খেলাধুলা, সাংস্কৃতিক দিক থেকেও ভালো করুক। সেজন্য শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ব্যবস্থাও করছি আমরা। আশা করি এতে তারা অনুপ্রাণিত হয়ে আরও ভালো করবে।

অনুষ্ঠান পারফর্ম করছেন শিক্ষার্থীরা।

প্রাধ্যক্ষ মো. সাহেদুর রহমান বলেন, কুমিল্লা বিশ্বিদ্যালয়ে দ্বিতীয় মহিলা হল হিসেবে শেখ হাসিনা হলের যাত্রা নতুন হওয়ায় উদ্বোধনের পর বড় কোনো অনুষ্ঠান এখনও আয়োজন করা হয়নি। এই প্রথম বিজয় দিবস উপলক্ষে উপাচার্য স্যারের সহযোগিতায় এই অনুষ্ঠানের সুষ্ঠু আয়োজন করা সম্ভব হয়েছে। আমরা আশাবাদী সামনেও এরকম আয়োজন করে আমাদের শিক্ষার্থীদের জন্য পড়াশোনার পরিবেশ টাকে আনন্দপূর্ণ করতে পারবো।

অনুষ্ঠান উপভোগ করছেন দর্শকরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগীয় প্রধান ও শিক্ষক, হলের সকল হাউজ টিউটরসহ আবাসিক শিক্ষার্থীরা।

এমবিএইচ/এসএস