কুবি ‘চিত্তনামা’র প্রথম কমিটি ঘোষণা
একা তালুকদার

চিত্তনামর সদস্যবৃন্দ।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য বিষয়ক সংগঠন ‘চিত্তনামা’ প্রথমবারের মতো কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। এতে সভাপতি হিসেবে আছেন ১৫তম আবর্তনের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মারুফ শেখ ও সাধারণ সম্পাদক হিসেবে আছেন একই বিভাগের ১৫তম আবর্তনের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ তালুকদার।
সোমবার (৪ সেপ্টেম্বর ) ১৮ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
এছাড়াও, অনুমোদিত কমিটির সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দিনেশ বসু চাকমা।কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহসম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একা তালুকদার, সাংগঠনিক সম্পাদক সায়েমা হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সজিব আহমেদ ,পাঠচক্রবিষয়ক সম্পাদক সাবেকুন্নাহার, অর্থ সম্পাদক আসাদুল ইসলাম রুমন, দপ্তর সম্পাদক কিফায়াত উল হক।
সংগঠনটির সভাপতি মারুফ শেখ বলেন, চিন্তা ও চিত্তের বিকাশ ঘটাতে ‘চিত্তনামা’ র এ উদ্যোগ।বর্তমানে মূল্যবোধের যে অবক্ষয় তাতে দিনকে দিন সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, বই পড়া ছেড়েই দিয়েছে। চিত্তনামা সবার মাঝে নিয়ে যাবে তাদের শুভ্র ও সুন্দর চিন্তা। তৈরি হোক গণতান্ত্রিক পরিবেশ। ছড়িয়ে পড়ুক সুন্দর বার্তা কুবির কাছে।
উল্লেখ্য, ২০২২ সালে যাত্রা শুরু করা ‘চিত্তনামা’ তাদের প্রথম ত্রৈমাসিক পত্রিকার সংস্করণ বের করে ২০২৩ সালের মে মাসে।
ইবিহো/এসএস

কুবি ‘চিত্তনামা’র প্রথম কমিটি ঘোষণা
একা তালুকদার

চিত্তনামর সদস্যবৃন্দ।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য বিষয়ক সংগঠন ‘চিত্তনামা’ প্রথমবারের মতো কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। এতে সভাপতি হিসেবে আছেন ১৫তম আবর্তনের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মারুফ শেখ ও সাধারণ সম্পাদক হিসেবে আছেন একই বিভাগের ১৫তম আবর্তনের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ তালুকদার।
সোমবার (৪ সেপ্টেম্বর ) ১৮ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
এছাড়াও, অনুমোদিত কমিটির সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দিনেশ বসু চাকমা।কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহসম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একা তালুকদার, সাংগঠনিক সম্পাদক সায়েমা হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সজিব আহমেদ ,পাঠচক্রবিষয়ক সম্পাদক সাবেকুন্নাহার, অর্থ সম্পাদক আসাদুল ইসলাম রুমন, দপ্তর সম্পাদক কিফায়াত উল হক।
সংগঠনটির সভাপতি মারুফ শেখ বলেন, চিন্তা ও চিত্তের বিকাশ ঘটাতে ‘চিত্তনামা’ র এ উদ্যোগ।বর্তমানে মূল্যবোধের যে অবক্ষয় তাতে দিনকে দিন সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, বই পড়া ছেড়েই দিয়েছে। চিত্তনামা সবার মাঝে নিয়ে যাবে তাদের শুভ্র ও সুন্দর চিন্তা। তৈরি হোক গণতান্ত্রিক পরিবেশ। ছড়িয়ে পড়ুক সুন্দর বার্তা কুবির কাছে।
উল্লেখ্য, ২০২২ সালে যাত্রা শুরু করা ‘চিত্তনামা’ তাদের প্রথম ত্রৈমাসিক পত্রিকার সংস্করণ বের করে ২০২৩ সালের মে মাসে।
ইবিহো/এসএস