মিড টার্ম ব্রেকের দাবি

কুয়েটে ক্লাস বর্জন, প্রধান ফটকে তালা

খুলনা ব্যুরো

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মিড টার্ম ব্রেকের দাবিতে সোমবার প্রধান ফটকে দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের তালা -যুগান্তর

খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে। এছাড়া ক্যাম্পাসের প্রধান ফটকসহ পকেট গেটে তালা মেরে দিয়েছে। সোমবার সকাল পৌনে ৮টা থেকে বিকাল পর্যন্ত শিক্ষার্থীদের মিড টার্ম ব্রেকের দাবিতে এই কর্মসূচি পালন করে। সন্ধ্যায় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদারের আশ্বাসে শিক্ষার্থীরা মঙ্গলবার থেকে ক্লাসে যাওয়ার সিদ্ধান্ত নেন।

সরেজমিন ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, প্রধান ফটক ও পকেট গেটে তালা। কোনো ধরনের যানবাহন ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। প্রত্যেক ডিপার্টমেন্টের সামনে শিক্ষার্থীরা দলবদ্ধভাবে অবস্থান নিয়েছেন।

শিক্ষার্থীরা জানান, কুয়েটের ১৬টি ডিপার্টমেন্টে ২য় এবং ৩য় বর্ষে প্রায় দুই হাজার শিক্ষার্থী রয়েছে। লেখাপড়া মাঝে রিফ্রেশমেন্ট প্রয়োজন। যেটা আমরা মিড টার্ম ব্রেকের মাধ্যমে নিয়ে থাকি। কিন্তু আমাদের সেটা দেওয়া হয়নি। গত বৃহস্পতিবার এই বিষয়টি ভাইস চ্যান্সেলরকে লিখিতভাবে জানানো হয়। এরপর গত রোববার তিনটি বিভাগের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, প্রভোস্টরা একটি মিটিং করে। কিন্তু সেখানেও মিড টার্ম ব্রেকের কোনো সিদ্ধান্ত না হওয়ায় সোমবার থেকে তারা প্রধানফটকসহ দুটি গেটে তালা মারে এবং ক্লাস বর্জন করে।

কুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ড. আব্দুল মতিন যুগান্তরকে সোমবার রাতে জানান, আমরা উপাচার্য স্যারের নেতৃত্বে তিনটি বিভাগের ডিনসহ কয়েকজন শিক্ষার্থীদের নিয়ে সন্ধ্যায় মিটিং করি। স্যারের আশ্বাসে শিক্ষার্থীরা আগামীকাল (মঙ্গলবার) থেকে ক্লাসে যোগদান করার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার বেলা ৩টায় বিশেষ একাডেমিক কাউন্সিলের মিটিং হবে। সেখান থেকেই মিড টার্ম ব্রেকের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

মিড টার্ম ব্রেকের দাবি

কুয়েটে ক্লাস বর্জন, প্রধান ফটকে তালা

খুলনা ব্যুরো

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মিড টার্ম ব্রেকের দাবিতে সোমবার প্রধান ফটকে দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের তালা -যুগান্তর

খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে। এছাড়া ক্যাম্পাসের প্রধান ফটকসহ পকেট গেটে তালা মেরে দিয়েছে। সোমবার সকাল পৌনে ৮টা থেকে বিকাল পর্যন্ত শিক্ষার্থীদের মিড টার্ম ব্রেকের দাবিতে এই কর্মসূচি পালন করে। সন্ধ্যায় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদারের আশ্বাসে শিক্ষার্থীরা মঙ্গলবার থেকে ক্লাসে যাওয়ার সিদ্ধান্ত নেন।

সরেজমিন ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, প্রধান ফটক ও পকেট গেটে তালা। কোনো ধরনের যানবাহন ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। প্রত্যেক ডিপার্টমেন্টের সামনে শিক্ষার্থীরা দলবদ্ধভাবে অবস্থান নিয়েছেন।

শিক্ষার্থীরা জানান, কুয়েটের ১৬টি ডিপার্টমেন্টে ২য় এবং ৩য় বর্ষে প্রায় দুই হাজার শিক্ষার্থী রয়েছে। লেখাপড়া মাঝে রিফ্রেশমেন্ট প্রয়োজন। যেটা আমরা মিড টার্ম ব্রেকের মাধ্যমে নিয়ে থাকি। কিন্তু আমাদের সেটা দেওয়া হয়নি। গত বৃহস্পতিবার এই বিষয়টি ভাইস চ্যান্সেলরকে লিখিতভাবে জানানো হয়। এরপর গত রোববার তিনটি বিভাগের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, প্রভোস্টরা একটি মিটিং করে। কিন্তু সেখানেও মিড টার্ম ব্রেকের কোনো সিদ্ধান্ত না হওয়ায় সোমবার থেকে তারা প্রধানফটকসহ দুটি গেটে তালা মারে এবং ক্লাস বর্জন করে।

কুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ড. আব্দুল মতিন যুগান্তরকে সোমবার রাতে জানান, আমরা উপাচার্য স্যারের নেতৃত্বে তিনটি বিভাগের ডিনসহ কয়েকজন শিক্ষার্থীদের নিয়ে সন্ধ্যায় মিটিং করি। স্যারের আশ্বাসে শিক্ষার্থীরা আগামীকাল (মঙ্গলবার) থেকে ক্লাসে যোগদান করার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার বেলা ৩টায় বিশেষ একাডেমিক কাউন্সিলের মিটিং হবে। সেখান থেকেই মিড টার্ম ব্রেকের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।