ক্যাম্পাস পার্শ্ববর্তী এলাকায় অটো ভাড়া কমানোর দাবি ইবি শিক্ষার্থীদের

ফরহাদ খাদেম

ইসলামী বিশ্ববিদ্যালয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পার্শ্ববর্তী এলাকার অটো ও ইজিবাইকের ভাড়া কমানোর দাবিতে সাধারণ শিক্ষার্থীদের স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিশবিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরিন বরাবর এটি প্রদান করা হয়।

আবেদন পত্রে শিক্ষার্থীরা জানান, আমরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী। আমরা অনেকেই বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় থাকি। অনেকে টিউশনসহ বিভিন্ন প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় যাতায়াত করি। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয় প্রধান ফটক সংলগ্ন রাস্তায় চলাচলকারী অটো ও ইজিবাইকে হঠাৎ ভাড়া বৃদ্ধির কারণে আমাদের যাতায়াত কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় টিউশনের বেতন খুবই কম। কারণ এলাকার লোকজন অধিকাংশ মধ্যবিত্ত। এমতাবস্থায় আমরা জীবনধারণের যে অবলম্বন হিসেবে টিউশনকে গ্রহণ করেছি সেটাও অনিশ্চিত হয়ে পড়েছে।’

আবেদন পত্রে শিক্ষার্থীরা প্রশাসনকে অটো ও ইজিবাইকের চলকদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের কথা জানান।

অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জীবন জানান, ‘আমরা অনেকেই ক্যাম্পাস পার্শ্ববর্তী এলাকায় টিউশনি করেই জীবনযাপন করি। চালকরা হঠাৎ করে অটো ও ইজিবাইক ভাড়া বৃদ্ধি করেছে। এতে আমরা যে বেতন পাই তা দিয়ে জীবনযাপন অনেক কঠিন হয়েছে। আমরা চাই প্রশাসন এ ব্যাপারে সুদৃষ্টি দিবেন।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন বলেন, ‘চালকদের সাথে কথা বলে এটা সমাধান সম্ভব নয়। যদি তাদের কোনো সমিতি বা প্রতিনিধি থাকে তাহলে তাদের সাথে কথা বলে শিক্ষার্থীদের জন্য ভাড়া কমানো যায় কিনা বা একটা নির্দিষ্ট এমাউন্ট করা যায় কিনা সেটা আমরা দেখবো।’

এমবিএইচ/এসএস

ক্যাম্পাস পার্শ্ববর্তী এলাকায় অটো ভাড়া কমানোর দাবি ইবি শিক্ষার্থীদের

ফরহাদ খাদেম

ইসলামী বিশ্ববিদ্যালয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পার্শ্ববর্তী এলাকার অটো ও ইজিবাইকের ভাড়া কমানোর দাবিতে সাধারণ শিক্ষার্থীদের স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিশবিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরিন বরাবর এটি প্রদান করা হয়।

আবেদন পত্রে শিক্ষার্থীরা জানান, আমরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী। আমরা অনেকেই বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় থাকি। অনেকে টিউশনসহ বিভিন্ন প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় যাতায়াত করি। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয় প্রধান ফটক সংলগ্ন রাস্তায় চলাচলকারী অটো ও ইজিবাইকে হঠাৎ ভাড়া বৃদ্ধির কারণে আমাদের যাতায়াত কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় টিউশনের বেতন খুবই কম। কারণ এলাকার লোকজন অধিকাংশ মধ্যবিত্ত। এমতাবস্থায় আমরা জীবনধারণের যে অবলম্বন হিসেবে টিউশনকে গ্রহণ করেছি সেটাও অনিশ্চিত হয়ে পড়েছে।’

আবেদন পত্রে শিক্ষার্থীরা প্রশাসনকে অটো ও ইজিবাইকের চলকদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের কথা জানান।

অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জীবন জানান, ‘আমরা অনেকেই ক্যাম্পাস পার্শ্ববর্তী এলাকায় টিউশনি করেই জীবনযাপন করি। চালকরা হঠাৎ করে অটো ও ইজিবাইক ভাড়া বৃদ্ধি করেছে। এতে আমরা যে বেতন পাই তা দিয়ে জীবনযাপন অনেক কঠিন হয়েছে। আমরা চাই প্রশাসন এ ব্যাপারে সুদৃষ্টি দিবেন।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন বলেন, ‘চালকদের সাথে কথা বলে এটা সমাধান সম্ভব নয়। যদি তাদের কোনো সমিতি বা প্রতিনিধি থাকে তাহলে তাদের সাথে কথা বলে শিক্ষার্থীদের জন্য ভাড়া কমানো যায় কিনা বা একটা নির্দিষ্ট এমাউন্ট করা যায় কিনা সেটা আমরা দেখবো।’

এমবিএইচ/এসএস