খুলনা অঞ্চল থেকে ঢাকায় চূড়ান্ত পর্বে অংশ নেবেন ১১৯ জন

খুবিতে বাংলাদেশ জীববিজ্ঞান উৎসবের খুলনা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

প্রভাতী দাস

অতিথিদের সাথে বিজয়ী শিক্ষার্থীরা।

‘মরুর দেশে বাংলার বাঘ’ এই স্লোগানকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জীববিজ্ঞান উৎসবের খুলনা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। সমকাল ও বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড-বিডিবিও’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে খুলনা বিভাগের ১০ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। যার মধ্য থেকে বিজয়ী ১১৯ জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে অলিম্পিয়াডে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।

আজ ১১ মার্চ বেলা ১২টায় এ উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক ড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক খান গোলাম কুদ্দুস। সভাপতিত্ব করেন বিডিবিও খুলনা
অঞ্চলের সভাপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষক অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান।

বক্তব্য দিচ্ছেন একজন অতিথি।

এসময় বক্তারা বলেন, জীববিজ্ঞান উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের ট্যালেন্ট খুঁজে বের করা হয়। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধাকে শাণিত করে। জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ বা রাষ্ট্রগঠনে এ প্রতিযোগিতার গুরুত্ব অনেক। বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন ক্লাব বা সেন্টার করার আহ্বান জানান এবং খুলনা অঞ্চল থেকে বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। পরে বিজয়ী শিক্ষার্থীদের মেডেল ও সনদপত্র প্রদান করা হয় এবং ক্যাটাগরি চ্যাম্পিয়নদের মেডেল ও সনদপত্রের পাশাপাশি ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষক অধ্যাপক ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম, অধ্যাপক ড. মো. এমদাদুল ইসলাম, ফার্মেসী ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. মুস্তাফিজুর রহমান এবং অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিডিবিও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. মোর্শেদুল ইসলাম ও বিডিবিও খুলনা অঞ্চলের সাধারণ সম্পাদক আরিফা আফরোজ রিমি।

এমবিএইচ/এসএস

খুলনা অঞ্চল থেকে ঢাকায় চূড়ান্ত পর্বে অংশ নেবেন ১১৯ জন

খুবিতে বাংলাদেশ জীববিজ্ঞান উৎসবের খুলনা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

প্রভাতী দাস

অতিথিদের সাথে বিজয়ী শিক্ষার্থীরা।

‘মরুর দেশে বাংলার বাঘ’ এই স্লোগানকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জীববিজ্ঞান উৎসবের খুলনা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। সমকাল ও বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড-বিডিবিও’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে খুলনা বিভাগের ১০ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। যার মধ্য থেকে বিজয়ী ১১৯ জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে অলিম্পিয়াডে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।

আজ ১১ মার্চ বেলা ১২টায় এ উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক ড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক খান গোলাম কুদ্দুস। সভাপতিত্ব করেন বিডিবিও খুলনা
অঞ্চলের সভাপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষক অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান।

বক্তব্য দিচ্ছেন একজন অতিথি।

এসময় বক্তারা বলেন, জীববিজ্ঞান উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের ট্যালেন্ট খুঁজে বের করা হয়। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধাকে শাণিত করে। জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ বা রাষ্ট্রগঠনে এ প্রতিযোগিতার গুরুত্ব অনেক। বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন ক্লাব বা সেন্টার করার আহ্বান জানান এবং খুলনা অঞ্চল থেকে বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। পরে বিজয়ী শিক্ষার্থীদের মেডেল ও সনদপত্র প্রদান করা হয় এবং ক্যাটাগরি চ্যাম্পিয়নদের মেডেল ও সনদপত্রের পাশাপাশি ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষক অধ্যাপক ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম, অধ্যাপক ড. মো. এমদাদুল ইসলাম, ফার্মেসী ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. মুস্তাফিজুর রহমান এবং অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিডিবিও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. মোর্শেদুল ইসলাম ও বিডিবিও খুলনা অঞ্চলের সাধারণ সম্পাদক আরিফা আফরোজ রিমি।

এমবিএইচ/এসএস