গণহত্যা ও স্বাধীনতা দিবস নিয়ে খুবিতে প্রদর্শনী চলছে
প্রভাতী দাস
প্রদর্শনী চলেছ।
আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস। বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের এইদিন শেষে এক বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল। ১৯৭১ সালের এই দিনে অপারেশন সার্চলাইট নামে বাঙালি জাতির উপর হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি বাহিনী।
আজকের এই ভয়াল দিন উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজন করেছে ‘মৃত্যুপুরাণ’ নামে দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী। প্রদর্শনীতে ২৫ মার্চ রাতে বাঙালিদের উপর যে হত্যাকাণ্ড চালানো হয়েছিলো তা শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
শিল্পকর্ম প্রদর্শনী।
শিক্ষার্থীদের বানানো ২০০’র বেশি শিল্পকর্ম প্রদর্শন করা হচ্ছে চারুকলা অনুষদ ভবনের পাশে৷
এসব শিল্পকর্ম হত্যাকাণ্ডের মতো করে সাজিয়ে রাখা হয়েছে যেন দর্শনার্থীরা ২৫ মার্চের ভয়াল চিত্র অনুধাবন করতে পারেন।
এছাড়াও মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ২ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। ‘রণাঙ্গনে নারী’ শীর্ষক এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন।
প্রদর্শনী ছলছে।
প্রদর্শনীতে মহান মুক্তিযুদ্ধে নারীরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে তাদের সর্বংসহা চরিত্র থেকে বেরিয়ে এসে পাকিস্তান সেনাবহিনীর বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠেছিলেন, সেই অবদানের ১৫০টির বেশি আলোকচিত্র প্রদর্শন করা হচ্ছে।
আজ থেকে শুরু হওয়া প্রদর্শনীটি চলবে আগামীকাল পর্যন্ত।
এমবিএইচ/এসএস
গণহত্যা ও স্বাধীনতা দিবস নিয়ে খুবিতে প্রদর্শনী চলছে
প্রভাতী দাস
প্রদর্শনী চলেছ।
আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস। বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের এইদিন শেষে এক বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল। ১৯৭১ সালের এই দিনে অপারেশন সার্চলাইট নামে বাঙালি জাতির উপর হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি বাহিনী।
আজকের এই ভয়াল দিন উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজন করেছে ‘মৃত্যুপুরাণ’ নামে দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী। প্রদর্শনীতে ২৫ মার্চ রাতে বাঙালিদের উপর যে হত্যাকাণ্ড চালানো হয়েছিলো তা শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
শিল্পকর্ম প্রদর্শনী।
শিক্ষার্থীদের বানানো ২০০’র বেশি শিল্পকর্ম প্রদর্শন করা হচ্ছে চারুকলা অনুষদ ভবনের পাশে৷
এসব শিল্পকর্ম হত্যাকাণ্ডের মতো করে সাজিয়ে রাখা হয়েছে যেন দর্শনার্থীরা ২৫ মার্চের ভয়াল চিত্র অনুধাবন করতে পারেন।
এছাড়াও মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ২ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। ‘রণাঙ্গনে নারী’ শীর্ষক এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন।
প্রদর্শনী ছলছে।
প্রদর্শনীতে মহান মুক্তিযুদ্ধে নারীরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে তাদের সর্বংসহা চরিত্র থেকে বেরিয়ে এসে পাকিস্তান সেনাবহিনীর বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠেছিলেন, সেই অবদানের ১৫০টির বেশি আলোকচিত্র প্রদর্শন করা হচ্ছে।
আজ থেকে শুরু হওয়া প্রদর্শনীটি চলবে আগামীকাল পর্যন্ত।
এমবিএইচ/এসএস