পরীক্ষা শুরু ২০ মে

গুচ্ছে পাবিপ্রবিতে পরীক্ষা দেবে ২০ হাজার ১৯১ শিক্ষার্থী

নাজমুল হুদা
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

আগামী ২০ মে মানবিক বিভাগের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে এবারের ২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম। ২৭ মে বাণিজ্য বিভাগ ও ৩ জুন বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইতিমধ্যে গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ভর্তি আবেদন সম্পন্ন হয়েছে। এবার অনলাইনে মোট ৩ লাখ ৩ হাজার ২৩১ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান শাখা অর্থাৎ ‘এ’ ইউনিটে। ‘এ’ ইউনিটে ১ লাখ ৬৬ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। মানবিক শাখা ‘বি’ ইউনিটে ৯৬ হাজার শিক্ষার্থী এবং বাণিজ্য শাখা ‘সি’ ইউনিটে আবেদন করেছেন ৪০ হাজার শিক্ষার্থী।

এর মধ্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে মোট ২০ হাজার ১৯১ জন শিক্ষার্থী। সবচেয়ে বেশি পরীক্ষা দিবে বিজ্ঞান শাখা ‘এ’ ইউনিটে। ‘এ’ ইউনিটে পরীক্ষা দিবে ১৩ হাজার ৫৫০ জন। মানবিক শাখা ‘বি’ ইউনিটে ৪ হাজার ৯৮৩ জন এবং বাণিজ্য শাখা ‘সি’ ইউনিটে ১ হাজার ৬৫৮ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক ড. মো. আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।

গতবারের মতো এবারও ২২টি বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

ইবিহো/এসএস

পরীক্ষা শুরু ২০ মে

গুচ্ছে পাবিপ্রবিতে পরীক্ষা দেবে ২০ হাজার ১৯১ শিক্ষার্থী

নাজমুল হুদা
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

আগামী ২০ মে মানবিক বিভাগের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে এবারের ২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম। ২৭ মে বাণিজ্য বিভাগ ও ৩ জুন বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইতিমধ্যে গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ভর্তি আবেদন সম্পন্ন হয়েছে। এবার অনলাইনে মোট ৩ লাখ ৩ হাজার ২৩১ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান শাখা অর্থাৎ ‘এ’ ইউনিটে। ‘এ’ ইউনিটে ১ লাখ ৬৬ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। মানবিক শাখা ‘বি’ ইউনিটে ৯৬ হাজার শিক্ষার্থী এবং বাণিজ্য শাখা ‘সি’ ইউনিটে আবেদন করেছেন ৪০ হাজার শিক্ষার্থী।

এর মধ্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে মোট ২০ হাজার ১৯১ জন শিক্ষার্থী। সবচেয়ে বেশি পরীক্ষা দিবে বিজ্ঞান শাখা ‘এ’ ইউনিটে। ‘এ’ ইউনিটে পরীক্ষা দিবে ১৩ হাজার ৫৫০ জন। মানবিক শাখা ‘বি’ ইউনিটে ৪ হাজার ৯৮৩ জন এবং বাণিজ্য শাখা ‘সি’ ইউনিটে ১ হাজার ৬৫৮ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক ড. মো. আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।

গতবারের মতো এবারও ২২টি বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

ইবিহো/এসএস