চবিতে বিশ্ব মৃত্তিকা দিবস পালন

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার র‌্যালি উদ্বোধন করেন।

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক

‘সয়েল, হোয়ার ফুড বিগিন্স’ এ প্রতিপাদ্যকে ধারণ করে ‘বিশ্ব মৃত্তিকা দিবস’ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে গতকাল সকাল দশটায় চবি বঙ্গবন্ধু চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার র‌্যালি উদ্বোধন করেন।

এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক বেনু কুমার দে, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সভাপতি ড. সাবরিনা শারমীন আলম ও উক্ত বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক, সহকারী প্রক্টর, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালযের পাঠানো বিজ্ঞপ্তিতে জানা যায়, উপাচার্য তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করায় আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, মৃত্তিকা আমাদের পরম সম্পদ। বিশ্বব্যাপী ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য ঘাটতি মোকাবেলায় খাদ্যের উৎপাদনশীলতা বাড়াতে মৃত্তিকার উর্বরতা শক্তি বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য প্রয়োজন মাটির সঠিক পরিচর্যা। উপাচার্য বিশ্ব মৃত্তিকা দিবসের সফলতা কামনা করেন।

র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এমবিএইচ/এসএস

 

চবিতে বিশ্ব মৃত্তিকা দিবস পালন

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার র‌্যালি উদ্বোধন করেন।

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক

‘সয়েল, হোয়ার ফুড বিগিন্স’ এ প্রতিপাদ্যকে ধারণ করে ‘বিশ্ব মৃত্তিকা দিবস’ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে গতকাল সকাল দশটায় চবি বঙ্গবন্ধু চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার র‌্যালি উদ্বোধন করেন।

এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক বেনু কুমার দে, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সভাপতি ড. সাবরিনা শারমীন আলম ও উক্ত বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক, সহকারী প্রক্টর, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালযের পাঠানো বিজ্ঞপ্তিতে জানা যায়, উপাচার্য তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করায় আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, মৃত্তিকা আমাদের পরম সম্পদ। বিশ্বব্যাপী ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য ঘাটতি মোকাবেলায় খাদ্যের উৎপাদনশীলতা বাড়াতে মৃত্তিকার উর্বরতা শক্তি বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য প্রয়োজন মাটির সঠিক পরিচর্যা। উপাচার্য বিশ্ব মৃত্তিকা দিবসের সফলতা কামনা করেন।

র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এমবিএইচ/এসএস