চবিতে সংবাদ প্রকাশের জেরে ছাত্রলীগের হামলার শিকার সাংবাদিক

রেফায়েত উল্যাহ রুপক

চবিতে সংবাদ প্রকাশের জেরে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন সাংবাদিক।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সংবাদ প্রকাশের জেরে কর্মরত এক ক্যাম্পাস সাংবাদিকের ওপর হামলা ও মারধের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের সভাপতির অনুসারীদের বিরুদ্ধের।রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে দ্বিতীয় কলা অনুষদের সামনে এই ঘটনা ঘটে। মারধরের শিকার ওই সাংবাদিকের নাম মোশাররফ শাহ। তিনি দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য।

মারধরকারীরা শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী ও সিএফসি গ্রুপের কর্মী বলে মোশাররফ শাহ অভিযোগ করেন।

ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী মোশাররফ শাহ বলেন, বেলা সাড়ে ১১ টার দিকে তিনি উপাচার্যের কার্যালয়ে যাচ্ছিলাম বক্তব্য নেওয়ার জন্য। এ সময় দ্বিতীয় কলা ও মানববিদ্যা অনুষদের সামনে ১৫ থেকে ২০ জন ছাত্রলীগের কর্মী আমাকে আটকায়। আমাকে লাঠিসোটা দিয়ে উপর্যুপরি মারধর করে আমার মোবাইল কেড়ে নেয়। পরে সেখান থেকে রব হলে নিয়ে গিয়ে দ্বিতীয় দফা মারধর করে।

তিনি বলেন, মারধরের সময় নেতা–কর্মীরা পরবর্তীতে আর ছাত্রলীগ নিয়ে প্রতিবেদন না ছাপানোর হুমকি দেন। তারা বলেন, ‘আর নিউজ করিস, তারপর দেখব তোরে কে বাঁচাতে আসে। ছাত্রলীগকে নিয়ে কোনো নিউজ হবে না।’

আহত অবস্থায় মোশাররফকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বুক ও হাতে আঘাত থাকার কারণে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা মো. আবু তৈয়ব বলেন, মোশাররফের কপালে চার সেলাই দিতে হয়েছে। তার বাম হাতেও আঘাত আছে। রড দিয়ে মারার কারণে এক্সরে করাতে হবে। এ ছাড়া উন্নত চিকিৎসা জন্য চমেকে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সিএফসি গ্রুপের একাংশের নেতা ও শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, আমার অনুসারী বলে কথা নেই। যারা অপরাধী এবং ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি প্রশাসনকে বলেছি এবং আমরা সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।

প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, সাংবাদিক কোন গ্রুপের না, সাংবাদিক পুরো দেশের। সাংবাদিকরা দেশের মুখপাত্র হিসেবে কাজ করে। সাংবাদিকদের মারধরের বিষয়ে আমাদের উপরমহলের সিন্ডিকেট সদস্য, উপদেষ্টা সদস্য এবং প্রক্টোরিয়াল বডি মিলে আমরা মিটিংয়ে বসবো। আমরা এ বিষয়টি গুরুত্ব সহকারে নিচ্ছি। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ইবিহো/এসএস

চবিতে সংবাদ প্রকাশের জেরে ছাত্রলীগের হামলার শিকার সাংবাদিক

রেফায়েত উল্যাহ রুপক

চবিতে সংবাদ প্রকাশের জেরে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন সাংবাদিক।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সংবাদ প্রকাশের জেরে কর্মরত এক ক্যাম্পাস সাংবাদিকের ওপর হামলা ও মারধের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের সভাপতির অনুসারীদের বিরুদ্ধের।রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে দ্বিতীয় কলা অনুষদের সামনে এই ঘটনা ঘটে। মারধরের শিকার ওই সাংবাদিকের নাম মোশাররফ শাহ। তিনি দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য।

মারধরকারীরা শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী ও সিএফসি গ্রুপের কর্মী বলে মোশাররফ শাহ অভিযোগ করেন।

ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী মোশাররফ শাহ বলেন, বেলা সাড়ে ১১ টার দিকে তিনি উপাচার্যের কার্যালয়ে যাচ্ছিলাম বক্তব্য নেওয়ার জন্য। এ সময় দ্বিতীয় কলা ও মানববিদ্যা অনুষদের সামনে ১৫ থেকে ২০ জন ছাত্রলীগের কর্মী আমাকে আটকায়। আমাকে লাঠিসোটা দিয়ে উপর্যুপরি মারধর করে আমার মোবাইল কেড়ে নেয়। পরে সেখান থেকে রব হলে নিয়ে গিয়ে দ্বিতীয় দফা মারধর করে।

তিনি বলেন, মারধরের সময় নেতা–কর্মীরা পরবর্তীতে আর ছাত্রলীগ নিয়ে প্রতিবেদন না ছাপানোর হুমকি দেন। তারা বলেন, ‘আর নিউজ করিস, তারপর দেখব তোরে কে বাঁচাতে আসে। ছাত্রলীগকে নিয়ে কোনো নিউজ হবে না।’

আহত অবস্থায় মোশাররফকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বুক ও হাতে আঘাত থাকার কারণে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা মো. আবু তৈয়ব বলেন, মোশাররফের কপালে চার সেলাই দিতে হয়েছে। তার বাম হাতেও আঘাত আছে। রড দিয়ে মারার কারণে এক্সরে করাতে হবে। এ ছাড়া উন্নত চিকিৎসা জন্য চমেকে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সিএফসি গ্রুপের একাংশের নেতা ও শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, আমার অনুসারী বলে কথা নেই। যারা অপরাধী এবং ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি প্রশাসনকে বলেছি এবং আমরা সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।

প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, সাংবাদিক কোন গ্রুপের না, সাংবাদিক পুরো দেশের। সাংবাদিকরা দেশের মুখপাত্র হিসেবে কাজ করে। সাংবাদিকদের মারধরের বিষয়ে আমাদের উপরমহলের সিন্ডিকেট সদস্য, উপদেষ্টা সদস্য এবং প্রক্টোরিয়াল বডি মিলে আমরা মিটিংয়ে বসবো। আমরা এ বিষয়টি গুরুত্ব সহকারে নিচ্ছি। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ইবিহো/এসএস