চবির প্রথমবর্ষের ক্লাস শুরু

বক্তব্য দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক

বিপুল উৎসাহ-উদ্দীপনা সহকারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের ক্লাস গতকাল থেকে শুরু হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার সকাল ১০.৩০ টায় চবি ইতিহাস বিভাগের ওরিয়েন্টেশন কার্যক্রম উদ্বোধন করেন। এরপর উপাচার্য পর্যায়ক্রমে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ওরিয়েন্টেশন প্রোগ্রাম পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বিশ্ববিদ্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে জানা যায়, এ সময় উপ-উপাচার্য ( শিক্ষা) অধ্যাপক বেনু কুমার দে, অনুষদসমূহের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ এবং সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইতিহাস বিভাগের ওরিয়েন্টেশনে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

উপাচার্য তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, একটি কঠিন প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে নবীন শিক্ষার্থীরা স্কুল কলেজের ছোট্ট গণ্ডি পেরিয়ে দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবার সুযোগ লাভ করেছে। এটি তাদের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের। এই সুযোগ যথাযথভাবে কাজে লাগিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জ্ঞানভান্ডার হতে জ্ঞান আহরণের মাধ্যমে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি তিনি আহ্বান জানান।

এমবিএইচ/এসএস

চবির প্রথমবর্ষের ক্লাস শুরু

বক্তব্য দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক

বিপুল উৎসাহ-উদ্দীপনা সহকারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের ক্লাস গতকাল থেকে শুরু হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার সকাল ১০.৩০ টায় চবি ইতিহাস বিভাগের ওরিয়েন্টেশন কার্যক্রম উদ্বোধন করেন। এরপর উপাচার্য পর্যায়ক্রমে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ওরিয়েন্টেশন প্রোগ্রাম পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বিশ্ববিদ্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে জানা যায়, এ সময় উপ-উপাচার্য ( শিক্ষা) অধ্যাপক বেনু কুমার দে, অনুষদসমূহের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ এবং সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইতিহাস বিভাগের ওরিয়েন্টেশনে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

উপাচার্য তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, একটি কঠিন প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে নবীন শিক্ষার্থীরা স্কুল কলেজের ছোট্ট গণ্ডি পেরিয়ে দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবার সুযোগ লাভ করেছে। এটি তাদের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের। এই সুযোগ যথাযথভাবে কাজে লাগিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জ্ঞানভান্ডার হতে জ্ঞান আহরণের মাধ্যমে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি তিনি আহ্বান জানান।

এমবিএইচ/এসএস