চবির বিদায়ী ও নবাগত শিক্ষকদের সম্মাননা-সংবর্ধনা

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে বিশ্ববিদ্যালয় হতে সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও সাম্প্রতিককালে যোগদানকৃত ‘নবাগত শিক্ষকদের’ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক বেনু কুমার দে। চবি শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষক সমিতির সদস্য অধ্যাপক ড. নাজনীন নাহার ইসলামের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সিরাজ উদ দৌল্লাহ, অবসরপ্রাপ্ত বিদায়ী শিক্ষকবৃন্দের মধ্যে ব্যাংকিং অ্যান্ড ইন্সু্রেন্স বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমেদ, রসায়ন বিভাগের অধ্যাপক ড. শাহানারা বেগম ও চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক নাসিমা আখতার এবং নবাগত শিক্ষকবৃন্দের মধ্যে প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক হুমায়রা হক ও ইংরেজি বিভাগের প্রভাষক আবু মোহাম্মদ কায়সার।
উপাচার্যের সাথে শিক্ষকবৃন্দ।
উপাচার্য তাঁর বক্তব্যে শিক্ষক সমিতির সদস্যবৃন্দসহ উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, শিক্ষকতা একটি মহান পেশা এবং শিক্ষকবৃন্দ হলেন মানুষ গড়ার কারিগর। বিত্ত, বৈভব, লোভ-লালসার ঊর্ধ্বে থেকে দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে যে সকল শিক্ষক অবসরে যাচ্ছেন তাঁরা আমাদের অহংকার। এ গুণী শিক্ষকদের আদর্শ ধারণ, লালন ও চর্চার মাধ্যমে নিজেদের আদর্শ শিক্ষক হিসেবে গড়ে তোলার জন্য উপাচার্য তরুণ শিক্ষকদের আহবান জানান। নবাগত শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, যে আদর্শ ও উদ্দেশ্য নিয়ে নবীন শিক্ষকরা শিক্ষকতার মতো মহান পেশা বেছে নিয়েছে তা যেন তাদের কর্ম, শিক্ষাদান ও গবেষণার মাধ্যমে পূর্ণ হয়। তিনি আরও বলেন, নবীন শিক্ষকবৃন্দ নিজেরা জ্ঞান-গবেষণায় অধিকতর সমৃদ্ধ হয়ে আলোকিত মানবসম্পদ উৎপাদনে ব্রতী হবেন এটাই প্রত্যাশিত। উপাচার্য অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট এবং উপহার প্রদান করেন।
অনুষ্ঠানে শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এমবিএইচ/এসএস

চবির বিদায়ী ও নবাগত শিক্ষকদের সম্মাননা-সংবর্ধনা

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে বিশ্ববিদ্যালয় হতে সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও সাম্প্রতিককালে যোগদানকৃত ‘নবাগত শিক্ষকদের’ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক বেনু কুমার দে। চবি শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষক সমিতির সদস্য অধ্যাপক ড. নাজনীন নাহার ইসলামের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সিরাজ উদ দৌল্লাহ, অবসরপ্রাপ্ত বিদায়ী শিক্ষকবৃন্দের মধ্যে ব্যাংকিং অ্যান্ড ইন্সু্রেন্স বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমেদ, রসায়ন বিভাগের অধ্যাপক ড. শাহানারা বেগম ও চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক নাসিমা আখতার এবং নবাগত শিক্ষকবৃন্দের মধ্যে প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক হুমায়রা হক ও ইংরেজি বিভাগের প্রভাষক আবু মোহাম্মদ কায়সার।
উপাচার্যের সাথে শিক্ষকবৃন্দ।
উপাচার্য তাঁর বক্তব্যে শিক্ষক সমিতির সদস্যবৃন্দসহ উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, শিক্ষকতা একটি মহান পেশা এবং শিক্ষকবৃন্দ হলেন মানুষ গড়ার কারিগর। বিত্ত, বৈভব, লোভ-লালসার ঊর্ধ্বে থেকে দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে যে সকল শিক্ষক অবসরে যাচ্ছেন তাঁরা আমাদের অহংকার। এ গুণী শিক্ষকদের আদর্শ ধারণ, লালন ও চর্চার মাধ্যমে নিজেদের আদর্শ শিক্ষক হিসেবে গড়ে তোলার জন্য উপাচার্য তরুণ শিক্ষকদের আহবান জানান। নবাগত শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, যে আদর্শ ও উদ্দেশ্য নিয়ে নবীন শিক্ষকরা শিক্ষকতার মতো মহান পেশা বেছে নিয়েছে তা যেন তাদের কর্ম, শিক্ষাদান ও গবেষণার মাধ্যমে পূর্ণ হয়। তিনি আরও বলেন, নবীন শিক্ষকবৃন্দ নিজেরা জ্ঞান-গবেষণায় অধিকতর সমৃদ্ধ হয়ে আলোকিত মানবসম্পদ উৎপাদনে ব্রতী হবেন এটাই প্রত্যাশিত। উপাচার্য অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট এবং উপহার প্রদান করেন।
অনুষ্ঠানে শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এমবিএইচ/এসএস