চবি আলাওল হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

খেলোযাড়দের সাথে উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে।

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে আজ ৩ জানুয়ারি বিশ্ববিদ্যালযের প্রথম আবাসিক হল ‘আলাওল হল’ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ উদ্বোধনের মাধ্যমে ‘বিশ্ববিদ্যালযের ক্রীড়া উৎসব-২০২৩’ শুরু হয়েছে। সকাল সাড়ে ৯টায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ ক্রীড়া উৎসব উদ্বোধন করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক বেনু কুমার দে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ। আলাওল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আনিসুল আলম।

উপ-উপাচার্য তাঁর ভাষণে উপস্থিত সকলকে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, খেলাধুলা শরীরকে যেমন সুস্থ রাখে তেমনি মনকে রাখে প্রফুল্ল। ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা, নিয়ামানুবর্তিতা, সময়ানুবর্তিতা, সৌহার্দ্য-সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে, একইসাথে মেধা ও প্রতিভার বিকাশ ঘটে। উপ-উপাচার্য ক্রীড়া প্রতিযোগিতার নিয়ম-কানুন সমুন্নত রেখে ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের জন্য ক্রীড়াবিদদের আহবান জানান।

বিশ্ববিদ্যালযের বিজ্ঞপ্তিতে জানা যায়, উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের সুরের মূর্ছনায় উপ-উপাচার্য জাতীয় পতাকা, সমাজবিজ্ঞান অনুষদের ডিন বিশ্ববিদ্যালয় পতাকা, আলাওল হলের প্রভোস্ট হল পতাকা ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অলিম্পিক পতাকা উত্তোলন করেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন হলের কৃতি ক্রীড়াবিদ আবদুল্লাহ আল মারুফ। বিচারকদের পক্ষে প্রধান বিচারক সমাজতত্ত¡ বিভাগের অধ্যাপক ড. এ বি এম নাজমুল ইসলাম খানকে এবং ক্রীড়াবিদদের পক্ষে কৃতি ক্রীড়াবিদ মোহাম্মদ রানাকে উপ-উপাচার্য শপথ বাক্য পাঠ করান। আলাওল হলের আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ সজীব এর নেতৃত্বে অনুষ্ঠিত হয় ক্রীড়াবিদদের মার্চপাস্ট।

উদ্বোধনী অনুষ্ঠানে সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভিন্ন হলের প্রভোস্ট, আলাওল হলের আবাসিক শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালক, অফিস প্রধান এবং ক্রীড়ামোদী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এমবিএইচ/এসএস

চবি আলাওল হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

খেলোযাড়দের সাথে উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে।

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে আজ ৩ জানুয়ারি বিশ্ববিদ্যালযের প্রথম আবাসিক হল ‘আলাওল হল’ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ উদ্বোধনের মাধ্যমে ‘বিশ্ববিদ্যালযের ক্রীড়া উৎসব-২০২৩’ শুরু হয়েছে। সকাল সাড়ে ৯টায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ ক্রীড়া উৎসব উদ্বোধন করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক বেনু কুমার দে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ। আলাওল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আনিসুল আলম।

উপ-উপাচার্য তাঁর ভাষণে উপস্থিত সকলকে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, খেলাধুলা শরীরকে যেমন সুস্থ রাখে তেমনি মনকে রাখে প্রফুল্ল। ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা, নিয়ামানুবর্তিতা, সময়ানুবর্তিতা, সৌহার্দ্য-সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে, একইসাথে মেধা ও প্রতিভার বিকাশ ঘটে। উপ-উপাচার্য ক্রীড়া প্রতিযোগিতার নিয়ম-কানুন সমুন্নত রেখে ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের জন্য ক্রীড়াবিদদের আহবান জানান।

বিশ্ববিদ্যালযের বিজ্ঞপ্তিতে জানা যায়, উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের সুরের মূর্ছনায় উপ-উপাচার্য জাতীয় পতাকা, সমাজবিজ্ঞান অনুষদের ডিন বিশ্ববিদ্যালয় পতাকা, আলাওল হলের প্রভোস্ট হল পতাকা ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অলিম্পিক পতাকা উত্তোলন করেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন হলের কৃতি ক্রীড়াবিদ আবদুল্লাহ আল মারুফ। বিচারকদের পক্ষে প্রধান বিচারক সমাজতত্ত¡ বিভাগের অধ্যাপক ড. এ বি এম নাজমুল ইসলাম খানকে এবং ক্রীড়াবিদদের পক্ষে কৃতি ক্রীড়াবিদ মোহাম্মদ রানাকে উপ-উপাচার্য শপথ বাক্য পাঠ করান। আলাওল হলের আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ সজীব এর নেতৃত্বে অনুষ্ঠিত হয় ক্রীড়াবিদদের মার্চপাস্ট।

উদ্বোধনী অনুষ্ঠানে সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভিন্ন হলের প্রভোস্ট, আলাওল হলের আবাসিক শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালক, অফিস প্রধান এবং ক্রীড়ামোদী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এমবিএইচ/এসএস