চবি উপাচার্যের সাথে ভারত-বাংলাদেশ প্রতিনিধি দলের সাক্ষাৎ

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক

ভারত-বাংলাদেশ মৈত্রী সংসদের সভাপতি ড. দেবব্রত দেবরায় এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ আন্তর্জাতিক স্মারক গ্রন্থ’ এবং ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সুমহান স্বাধীনতা অর্জনের সুবর্ণজয়ন্তীবর্ষ আন্তর্জাতিক স্মারক গ্রন্থ’-এর প্রধান সম্পাদক ড. মুজাহিদ রহমানের নেতৃত্বে ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল রবিবার ১০.৩০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার-এর সাথে উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এক মতবিনিময় সভায় মিলিত হন।

এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক বেনু কুমার দে, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. প্রকাশ দাশগুপ্ত, প্রেসের প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরী, সহকারী প্রক্টর গোলাম কুদ্দুস লাবলু ও হাসান মুহাম্মদ রোমান, শিক্ষক, কর্মকর্তা এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে জানা যায়, উপাচার্য অতিথিবৃন্দকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবুজ ক্যাম্পাসে স্বাগত জানান। তিনি বলেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র। মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান উপাচার্য কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। উপাচার্য বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং জাতির পিতা বঙ্গবন্ধু জন্মশতবর্ষ উপলক্ষে স্মারক গ্রন্থ প্রকাশ করায় গ্রন্থের সম্পাদক, প্রকাশক এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

প্রতিনিধি দলের সদস্যবৃন্দ উপাচার্যকে উত্তরীয় পরিয়ে দেন। এ ছাড়া প্রতিনিধিদল উপাচার্যকে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সুমহান স্বাধীনতা অর্জনের সুবর্ণজয়ন্তীবর্ষ আন্তর্জাতিক স্মারক গ্রন্থ’-এর একটি কপি এবং ‘ছবির ভাষায় মহানায়ক বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক তেরশো ছবি সম্বলিত একটি অ্যালবাম উপহার হিসেবে প্রদান করেন।

এমবিএইচ/এসএস

 

চবি উপাচার্যের সাথে ভারত-বাংলাদেশ প্রতিনিধি দলের সাক্ষাৎ

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক

ভারত-বাংলাদেশ মৈত্রী সংসদের সভাপতি ড. দেবব্রত দেবরায় এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ আন্তর্জাতিক স্মারক গ্রন্থ’ এবং ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সুমহান স্বাধীনতা অর্জনের সুবর্ণজয়ন্তীবর্ষ আন্তর্জাতিক স্মারক গ্রন্থ’-এর প্রধান সম্পাদক ড. মুজাহিদ রহমানের নেতৃত্বে ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল রবিবার ১০.৩০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার-এর সাথে উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এক মতবিনিময় সভায় মিলিত হন।

এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক বেনু কুমার দে, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. প্রকাশ দাশগুপ্ত, প্রেসের প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরী, সহকারী প্রক্টর গোলাম কুদ্দুস লাবলু ও হাসান মুহাম্মদ রোমান, শিক্ষক, কর্মকর্তা এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে জানা যায়, উপাচার্য অতিথিবৃন্দকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবুজ ক্যাম্পাসে স্বাগত জানান। তিনি বলেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র। মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান উপাচার্য কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। উপাচার্য বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং জাতির পিতা বঙ্গবন্ধু জন্মশতবর্ষ উপলক্ষে স্মারক গ্রন্থ প্রকাশ করায় গ্রন্থের সম্পাদক, প্রকাশক এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

প্রতিনিধি দলের সদস্যবৃন্দ উপাচার্যকে উত্তরীয় পরিয়ে দেন। এ ছাড়া প্রতিনিধিদল উপাচার্যকে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সুমহান স্বাধীনতা অর্জনের সুবর্ণজয়ন্তীবর্ষ আন্তর্জাতিক স্মারক গ্রন্থ’-এর একটি কপি এবং ‘ছবির ভাষায় মহানায়ক বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক তেরশো ছবি সম্বলিত একটি অ্যালবাম উপহার হিসেবে প্রদান করেন।

এমবিএইচ/এসএস