চবি ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও সম্মাননা অনুষ্ঠান

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাব (ক্যাম্পাস)-এর বার্ষিক সাধারণ সভা ২০২২ বিদায়ী সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

ক্লাবের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি মীর মোহাম্মদ সাইফুদ্দীন খালেদ এবং প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানা যায়, এতে ক্লাবের বিদায়ী সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. তৌহিদ হোসেন চৌধুরী ও বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল আমিন। অনুষ্ঠানে ক্লাবের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. কোরবান আলী এবং বার্ষিক আয়-ব্যায়ের হিসাব উপস্থাপন করেন ক্লাবের কোষাধ্যক্ষ মো. সাইফুর রহমান (সাগর)। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের যুগ্নসম্পাদক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরী ও ক্লাবের সদস্য নাজনীন সরকার।

উপাচার্য বলেন, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ক্যাম্পাসে অবস্থিত, এ ক্লাব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসবাসরত শিক্ষক-কর্মকর্তাদের বিনোদনের জন্য একটি উপযুক্ত স্থান। সারাদিন কর্মব্যস্ততার পর এখানে খেলাধুলা ও বিভিন্ন বিনোদনের মাধ্যমে ক্লাবের সদস্যবৃন্দের মাঝে পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হয়। তিনি ক্লাবের বিদায়ী সদস্যদের অভিবাদন জানান এবং তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তিনি ক্লাবের বিদায়ী সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করেন। এ ছাড়াও প্রয়াত সদস্যদের পরিবারকে সম্মাননা স্মারক প্রদান করেন। তিনি ক্লাবের বার্ষিক অন্তরঙ্গন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এমবিএইচ/এসএস

চবি ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও সম্মাননা অনুষ্ঠান

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাব (ক্যাম্পাস)-এর বার্ষিক সাধারণ সভা ২০২২ বিদায়ী সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

ক্লাবের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি মীর মোহাম্মদ সাইফুদ্দীন খালেদ এবং প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানা যায়, এতে ক্লাবের বিদায়ী সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. তৌহিদ হোসেন চৌধুরী ও বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল আমিন। অনুষ্ঠানে ক্লাবের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. কোরবান আলী এবং বার্ষিক আয়-ব্যায়ের হিসাব উপস্থাপন করেন ক্লাবের কোষাধ্যক্ষ মো. সাইফুর রহমান (সাগর)। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের যুগ্নসম্পাদক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরী ও ক্লাবের সদস্য নাজনীন সরকার।

উপাচার্য বলেন, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ক্যাম্পাসে অবস্থিত, এ ক্লাব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসবাসরত শিক্ষক-কর্মকর্তাদের বিনোদনের জন্য একটি উপযুক্ত স্থান। সারাদিন কর্মব্যস্ততার পর এখানে খেলাধুলা ও বিভিন্ন বিনোদনের মাধ্যমে ক্লাবের সদস্যবৃন্দের মাঝে পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হয়। তিনি ক্লাবের বিদায়ী সদস্যদের অভিবাদন জানান এবং তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তিনি ক্লাবের বিদায়ী সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করেন। এ ছাড়াও প্রয়াত সদস্যদের পরিবারকে সম্মাননা স্মারক প্রদান করেন। তিনি ক্লাবের বার্ষিক অন্তরঙ্গন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এমবিএইচ/এসএস