চবি ৩৩তম ব্যাচের পুনর্মিলনী

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক

বক্তব্য দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে।

‘আবার আসিবো ফিরে বর্ণিল এই প্রাঙ্গণে’ প্রতিপাদ্যকে ধারণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩৩তম ব্যাচের পুনর্মিলনী দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ২৭ জানুয়ারি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক বেনু কুমার দে, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ এবং প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।

অনুষ্ঠান আয়োজন কমিটির আহবায়ক কে আই বোরহান সুইট-এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. লায়লা খালেদা (আঁখি ) এবং চ্যানেল ২৪ এর অপরাধ ও অনুসন্ধান বিভাগের প্রধান ফয়সাল আলম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এ জি এম নিয়াজ উদ্দিন ও উক্ত ব্যাচের সদস্য মুক্তা চক্রবর্তী। অনুষ্ঠানে বিশেষ সম্মাননা প্রাপ্ত ৩৩তম ব্যাচের সদস্য এটুআই বাংলাদেশ এর ন্যাশনাল কনসালটেন্ট (এক্সেসিবিলিটি) ভাস্কর ভট্টাচার্য তাঁর অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন এবং সূচনা বক্তব্য প্রদান করেন এবিএম মাসুদ সুজন।

উপ-উপাচার্য তাঁর বক্তব্যে ৩৩তম ব্যাচের শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, প্রাক্তন শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ের গর্ব। শিক্ষাজীবন শেষে তারা আজ নিজ নিজ কর্ম জীবনে প্রতিষ্ঠিত। পুনর্মিলনী উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীরা যেমন সতীর্থদের কাছে পেয়ে উৎফুল্ল, তেমনি ক্যাম্পাসও আনন্দে উদ্বেলিত।

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা, বেলুন-ফেস্টুন উঁড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন, কেক কাটা, আলোচনা সভা, ম্যাজিক শো, পাপেট শো, সম্মাননা প্রদান, স্মৃতিচারণ, প্রীতিভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।

এমবিএইচ/এসএস

চবি ৩৩তম ব্যাচের পুনর্মিলনী

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক

বক্তব্য দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে।

‘আবার আসিবো ফিরে বর্ণিল এই প্রাঙ্গণে’ প্রতিপাদ্যকে ধারণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩৩তম ব্যাচের পুনর্মিলনী দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ২৭ জানুয়ারি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক বেনু কুমার দে, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ এবং প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।

অনুষ্ঠান আয়োজন কমিটির আহবায়ক কে আই বোরহান সুইট-এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. লায়লা খালেদা (আঁখি ) এবং চ্যানেল ২৪ এর অপরাধ ও অনুসন্ধান বিভাগের প্রধান ফয়সাল আলম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এ জি এম নিয়াজ উদ্দিন ও উক্ত ব্যাচের সদস্য মুক্তা চক্রবর্তী। অনুষ্ঠানে বিশেষ সম্মাননা প্রাপ্ত ৩৩তম ব্যাচের সদস্য এটুআই বাংলাদেশ এর ন্যাশনাল কনসালটেন্ট (এক্সেসিবিলিটি) ভাস্কর ভট্টাচার্য তাঁর অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন এবং সূচনা বক্তব্য প্রদান করেন এবিএম মাসুদ সুজন।

উপ-উপাচার্য তাঁর বক্তব্যে ৩৩তম ব্যাচের শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, প্রাক্তন শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ের গর্ব। শিক্ষাজীবন শেষে তারা আজ নিজ নিজ কর্ম জীবনে প্রতিষ্ঠিত। পুনর্মিলনী উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীরা যেমন সতীর্থদের কাছে পেয়ে উৎফুল্ল, তেমনি ক্যাম্পাসও আনন্দে উদ্বেলিত।

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা, বেলুন-ফেস্টুন উঁড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন, কেক কাটা, আলোচনা সভা, ম্যাজিক শো, পাপেট শো, সম্মাননা প্রদান, স্মৃতিচারণ, প্রীতিভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।

এমবিএইচ/এসএস