জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বুয়েট নেবে একাধিক শিক্ষক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই দুটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে একাধিক শিক্ষক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
এই বিশ্ববিদ্যালয়ে তিনটি বিভাগে প্রভাষক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক নিয়োগ দেওয়া হবে। দর্শন বিভাগে তিনজন প্রভাষক, মাইক্রোবায়োলজি বিভাগে একজন সহযোগী অধ্যাপক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে একজন অধ্যাপক নেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও নম্বরপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত প্রতিলিপি, সব গবেষণা প্রবন্ধ বা প্রকাশনার কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত প্রতিলিপি এবং সদ্য তোলা পাসপোর্ট আকারের তিন কপি সত্যায়িত রঙিন ছবি যুক্ত করে অনলাইনে দাখিল করা আবেদন ফরমের প্রিন্ট কপিসহ আবেদনপত্র ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা সরাসরি পৌঁছাতে হবে। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন স্কেল, সাধারণ শর্তসহ পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি এবং অনলাইনে আবেদন করার বিস্তারিত নিয়ম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)
বুয়েটে ছয়টি বিভাগ ও ইনস্টিটিউটে প্রভাষক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে নিয়োগ দেওয়া হবে। নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে একজন সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে দুজন সহযোগী অধ্যাপক ও দুজন সহকারী অধ্যাপক নেওয়া হবে। এ ছাড়া যন্ত্রকৌশল বিভাগে একজন সহকারী অধ্যাপক, বস্তু ও ধাতব কৌশল বিভাগে একজন সহকারী অধ্যাপক, কেমিকৌশল বিভাগে একজন প্রভাষক ও ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে একজন প্রভাষক নেওয়া হবে।

বুয়েট

বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আগের ও বর্তমান চাকরির পদমর্যাদা, বেতন স্কেল ও তারিখ উল্লেখ করে ১৭ সেট আবেদনপত্র রেজিস্ট্রার বরাবর জমা দিতে হবে। বুয়েটের ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করা যাবে।

সহযোগী অধ্যাপক পদে আবেদনের জন্য ১,০০০ টাকা এবং অন্যান্য পদে আবেদনের জন্য ৭৫০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার অথবা কম্পট্রোলার অফিসের নির্ধারিত জমা রশিদের মাধ্যমে সোনালী ব্যাংক বুয়েট শাখায় টাকা জমা দিয়ে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

আবেদনের শেষ তারিখ: ২৬ ডিসেম্বর ২০২২।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বুয়েট নেবে একাধিক শিক্ষক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই দুটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে একাধিক শিক্ষক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
এই বিশ্ববিদ্যালয়ে তিনটি বিভাগে প্রভাষক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক নিয়োগ দেওয়া হবে। দর্শন বিভাগে তিনজন প্রভাষক, মাইক্রোবায়োলজি বিভাগে একজন সহযোগী অধ্যাপক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে একজন অধ্যাপক নেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও নম্বরপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত প্রতিলিপি, সব গবেষণা প্রবন্ধ বা প্রকাশনার কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত প্রতিলিপি এবং সদ্য তোলা পাসপোর্ট আকারের তিন কপি সত্যায়িত রঙিন ছবি যুক্ত করে অনলাইনে দাখিল করা আবেদন ফরমের প্রিন্ট কপিসহ আবেদনপত্র ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা সরাসরি পৌঁছাতে হবে। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন স্কেল, সাধারণ শর্তসহ পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি এবং অনলাইনে আবেদন করার বিস্তারিত নিয়ম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)
বুয়েটে ছয়টি বিভাগ ও ইনস্টিটিউটে প্রভাষক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে নিয়োগ দেওয়া হবে। নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে একজন সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে দুজন সহযোগী অধ্যাপক ও দুজন সহকারী অধ্যাপক নেওয়া হবে। এ ছাড়া যন্ত্রকৌশল বিভাগে একজন সহকারী অধ্যাপক, বস্তু ও ধাতব কৌশল বিভাগে একজন সহকারী অধ্যাপক, কেমিকৌশল বিভাগে একজন প্রভাষক ও ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে একজন প্রভাষক নেওয়া হবে।

বুয়েট

বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আগের ও বর্তমান চাকরির পদমর্যাদা, বেতন স্কেল ও তারিখ উল্লেখ করে ১৭ সেট আবেদনপত্র রেজিস্ট্রার বরাবর জমা দিতে হবে। বুয়েটের ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করা যাবে।

সহযোগী অধ্যাপক পদে আবেদনের জন্য ১,০০০ টাকা এবং অন্যান্য পদে আবেদনের জন্য ৭৫০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার অথবা কম্পট্রোলার অফিসের নির্ধারিত জমা রশিদের মাধ্যমে সোনালী ব্যাংক বুয়েট শাখায় টাকা জমা দিয়ে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

আবেদনের শেষ তারিখ: ২৬ ডিসেম্বর ২০২২।