জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে রাবির চুক্তি স্বাক্ষর

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক
সমৃদ্ধ গবেষণার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএসের সেমিনার কক্ষে আজ রবিবার এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান হয়। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান শাহীন। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাজিমুল হক।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে দুই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তাদের গবেষণা তথ্য আদান-প্রদান করতে পারবেন। এরফলে গবেষণার নতুন ক্ষেত্রও উন্মোচিত হবে।
এমবিএইচ/এসএস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে রাবির চুক্তি স্বাক্ষর

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক
সমৃদ্ধ গবেষণার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএসের সেমিনার কক্ষে আজ রবিবার এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান হয়। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান শাহীন। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাজিমুল হক।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে দুই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তাদের গবেষণা তথ্য আদান-প্রদান করতে পারবেন। এরফলে গবেষণার নতুন ক্ষেত্রও উন্মোচিত হবে।
এমবিএইচ/এসএস