জাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ১ জানুয়ারি

প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি: উইকিপিডিয়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষের (২০২১-২২ সেশন) স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ১ জানুয়ারি। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত সোমবার বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত দুটি হলের আসন বণ্টন বিষয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভায় উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সব হলের প্রাধ্যক্ষরা অংশ নেন। সভায় প্রথম বর্ষের ক্লাস শুরুর বিষয়টি ছাড়াও প্রতিটি হলের ২০১৬-১৭ থেকে ২০২০-২১ শিক্ষার্ষের ১০০ জন শিক্ষার্থীকে নতুন হলে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়।

উল্লখ্য, চলতি বছরের ৩১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ১ জানুয়ারি

প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি: উইকিপিডিয়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষের (২০২১-২২ সেশন) স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ১ জানুয়ারি। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত সোমবার বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত দুটি হলের আসন বণ্টন বিষয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভায় উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সব হলের প্রাধ্যক্ষরা অংশ নেন। সভায় প্রথম বর্ষের ক্লাস শুরুর বিষয়টি ছাড়াও প্রতিটি হলের ২০১৬-১৭ থেকে ২০২০-২১ শিক্ষার্ষের ১০০ জন শিক্ষার্থীকে নতুন হলে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়।

উল্লখ্য, চলতি বছরের ৩১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।