জাবির নবনির্মিত ২ হলের চাবি হস্তান্তর

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ১৮ নম্বর ছাত্রী হল এবং ২১ নম্বর ছাত্র হলের চাবি ২৩ জানুয়ারি সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম ১৮ নম্বর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ ছায়েদুর রহমান এবং ২১ নম্বর হলের প্রাধ্যক্ষ ড. মো. তাজউদ্দিন সিকদারের নিকট তাঁদের নিজ নিজ হলের চাবি হস্তান্তর করেন।

এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, বিভিন্ন অনুষদের ডিন, চুক্তিভিত্তিক রেজিস্ট্রার, প্রক্টর, প্রকল্প পরিচালক, শিক্ষক, ছাত্রলীগ নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

চাবি হস্তান্তরকালে উপাচার্য আশা প্রকাশ করেন যে, শীঘ্রই নবনির্মিত আরও চারটি হল সংশ্লিস্ট প্রাধ্যক্ষের নিকট হস্তান্তর করা যাবে। তখন বিশ্ববিদ্যালয় থেকে গণরুমের সংস্কৃতি উঠে যাবে। উপাচার্য নতুন হলের শুভ কামনা করেন এবং সংশ্লিষ্ট সকলকে হলের রক্ষণাবেক্ষণে যত্নবান হওয়ার আহবান জানান।

হল দু’টি ইতোমধ্যে শিক্ষার্থীদের বসবাসের উপযোগী করে গড়ে তোলা হয়েছে। কয়েক দিনের মধ্যে এ হল দু’টিতে শিক্ষার্থী উঠানো হবে।

এমবিএইচ/এসএস

জাবির নবনির্মিত ২ হলের চাবি হস্তান্তর

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ১৮ নম্বর ছাত্রী হল এবং ২১ নম্বর ছাত্র হলের চাবি ২৩ জানুয়ারি সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম ১৮ নম্বর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ ছায়েদুর রহমান এবং ২১ নম্বর হলের প্রাধ্যক্ষ ড. মো. তাজউদ্দিন সিকদারের নিকট তাঁদের নিজ নিজ হলের চাবি হস্তান্তর করেন।

এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, বিভিন্ন অনুষদের ডিন, চুক্তিভিত্তিক রেজিস্ট্রার, প্রক্টর, প্রকল্প পরিচালক, শিক্ষক, ছাত্রলীগ নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

চাবি হস্তান্তরকালে উপাচার্য আশা প্রকাশ করেন যে, শীঘ্রই নবনির্মিত আরও চারটি হল সংশ্লিস্ট প্রাধ্যক্ষের নিকট হস্তান্তর করা যাবে। তখন বিশ্ববিদ্যালয় থেকে গণরুমের সংস্কৃতি উঠে যাবে। উপাচার্য নতুন হলের শুভ কামনা করেন এবং সংশ্লিষ্ট সকলকে হলের রক্ষণাবেক্ষণে যত্নবান হওয়ার আহবান জানান।

হল দু’টি ইতোমধ্যে শিক্ষার্থীদের বসবাসের উপযোগী করে গড়ে তোলা হয়েছে। কয়েক দিনের মধ্যে এ হল দু’টিতে শিক্ষার্থী উঠানো হবে।

এমবিএইচ/এসএস