জেডএইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন
শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক
শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হচ্ছে।
যথাযোগ্য মর্যাদায় জেডএইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণিল আলোকসজ্জ্বা করা হয়। ২৬ মার্চ সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. তালুকদার লোকমান হাকিম।
বৃক্ষরোপণ করা হচ্ছে।
এরপর উপাচার্য মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ক্যাম্পাসে একটি বৃক্ষরোপণ করেন।
উপাচার্য বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার ফলশ্রুতিতে দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর আমরা স্বাধীনতা লাভ করেছি। এই স্বাধীনতার সুফল আজ আমরা ভোগ করছি। আজকের এই দিনে আমরা জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি ।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মকফরউদ্দীন সিকদার হল ও মনোয়ারা সিকদার হলের আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ ইফতারের আয়োজন করা হয়।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক , মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো. এমরান পারভেজ খান, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. মিজানুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
এমবিএইচ/এসএস
জেডএইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন
শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক
শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হচ্ছে।
যথাযোগ্য মর্যাদায় জেডএইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণিল আলোকসজ্জ্বা করা হয়। ২৬ মার্চ সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. তালুকদার লোকমান হাকিম।
বৃক্ষরোপণ করা হচ্ছে।
এরপর উপাচার্য মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ক্যাম্পাসে একটি বৃক্ষরোপণ করেন।
উপাচার্য বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার ফলশ্রুতিতে দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর আমরা স্বাধীনতা লাভ করেছি। এই স্বাধীনতার সুফল আজ আমরা ভোগ করছি। আজকের এই দিনে আমরা জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি ।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মকফরউদ্দীন সিকদার হল ও মনোয়ারা সিকদার হলের আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ ইফতারের আয়োজন করা হয়।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক , মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো. এমরান পারভেজ খান, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. মিজানুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
এমবিএইচ/এসএস