“জ্ঞানচর্চা এবং শিক্ষার্থীদের নতুন জ্ঞানের সন্ধান দেয়া শিক্ষকের ব্রত হওয়া উচিত”

কর্মশালায় জাবি উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম
শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক
অতিথিদের সাথে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র আয়োজনে আজ ৯ জানুয়ারি ‘টিচার্স ইনডাকশন প্রোগ্রাম অন টুলস ফর কোয়ালিটি ইমপ্রুভমেন্ট’ শিরোনামে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সকাল সাড়ে নয়টায় প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম কর্মশালা উদ্বোধনকালে বলেন, জ্ঞান চর্চা এবং শিক্ষার্থীদের নতুন জ্ঞানের সন্ধান দেয়া একজন শিক্ষকের ব্রত হওয়া উচিত। শিক্ষার্থীরা মহৎ শিক্ষককে অনুসরণ করেন। সে জন্য শিক্ষা ও গবেষণার পাশাপাশি নিয়ম ও সময়ানুবর্তিতা এবং আচার-আচরণে শিক্ষককে দায়িত্বশীল হতে হবে। আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য তাঁর ভাষণে আরও বলেন, প্রশিক্ষণ পেশাগত দায়িত্ব পালনে উজ্জ্বল ভূমিকা পালন করে। উপাচার্য আশা প্রকাশ করেন যে, নবীন শিক্ষকগণ প্রশিক্ষণে নিজেকে ঋদ্ধ করবেন।

অতিথিদের সাথে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানা যায়, উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক। আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. সৈয়দ হাফিজুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং কর্মশালার প্রশিক্ষক অধ্যাপক দারা সামসুদ্দিন, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. মনজুরুল হাসান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের পরিচালক ড. দূর্গা রানী সরকার।

তিনদিনব্যাপী এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে নতুন যোগদানকৃত শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

এমবিএইচ/এসএস

“জ্ঞানচর্চা এবং শিক্ষার্থীদের নতুন জ্ঞানের সন্ধান দেয়া শিক্ষকের ব্রত হওয়া উচিত”

কর্মশালায় জাবি উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম
শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক
অতিথিদের সাথে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র আয়োজনে আজ ৯ জানুয়ারি ‘টিচার্স ইনডাকশন প্রোগ্রাম অন টুলস ফর কোয়ালিটি ইমপ্রুভমেন্ট’ শিরোনামে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সকাল সাড়ে নয়টায় প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম কর্মশালা উদ্বোধনকালে বলেন, জ্ঞান চর্চা এবং শিক্ষার্থীদের নতুন জ্ঞানের সন্ধান দেয়া একজন শিক্ষকের ব্রত হওয়া উচিত। শিক্ষার্থীরা মহৎ শিক্ষককে অনুসরণ করেন। সে জন্য শিক্ষা ও গবেষণার পাশাপাশি নিয়ম ও সময়ানুবর্তিতা এবং আচার-আচরণে শিক্ষককে দায়িত্বশীল হতে হবে। আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য তাঁর ভাষণে আরও বলেন, প্রশিক্ষণ পেশাগত দায়িত্ব পালনে উজ্জ্বল ভূমিকা পালন করে। উপাচার্য আশা প্রকাশ করেন যে, নবীন শিক্ষকগণ প্রশিক্ষণে নিজেকে ঋদ্ধ করবেন।

অতিথিদের সাথে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানা যায়, উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক। আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. সৈয়দ হাফিজুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং কর্মশালার প্রশিক্ষক অধ্যাপক দারা সামসুদ্দিন, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. মনজুরুল হাসান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের পরিচালক ড. দূর্গা রানী সরকার।

তিনদিনব্যাপী এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে নতুন যোগদানকৃত শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

এমবিএইচ/এসএস