টেক্সটাইল সেক্টরে বিশেষ অবদানের জন্য পুরস্কার পাচ্ছে বুটেক্স

রাজধানীর তেজগাঁও-এ অবস্থিত টেক্সটাইল টেকনোলজির জন্য দেশের একমাত্র বিশেষায়িত বিশ্ববিদ্যালয় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়(বুটেক্স)। প্রতিষ্ঠানটি বস্ত্রখাতের উৎকর্ষতা সাধন, উন্নয়ন, বস্ত্র শিক্ষার সম্প্রসারণ এবং এর রফতানি বাড়াতে ভূমিকা রাখায় বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক বিশেষ পুরস্কার পাচ্ছে।

৪ ডিসেম্বর জাতীয় বস্ত্র দিবসে সচিবালয়ের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ তথ্য জানান বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট বিষয়ক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

আগামী ১২ই জানুয়ারি ২০২৩ এ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বস্ত্র দিবসের মূল অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

বুটেক্স শিক্ষক সমিতির সভাপতি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড শাহ আলিমুজ্জামান বলেন, বস্ত্র শিক্ষা সম্প্রসারণের জন্য পাট ও বস্ত্র মন্ত্রণালয় থেকে বুটেক্সকে সম্মানিত করা হবে। বর্তমান উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম স্যারের নেতৃত্বে ২য় বারের মতো বুটেক্স এই পুরষ্কার পেতে যাচ্ছে। দেশের বস্ত্র খাতকে নেতৃত্ব দেওয়ার জন্য বুটেক্স তার শিক্ষার্থীদের তৈরি করার লক্ষ্যে পড়ালেখার বাইরেও গবেষণায় উদ্বুদ্ধ করার ধারাবাহিকতায় আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করছে।

তিনি আশা প্রকাশ করেছেন যে, বিজিএমইএ ২০৩০ সাল নাগাদ ১০০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যমানের পণ্য রপ্তানির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সেটা পূরণে বুটেক্স গ্রাজুয়েটরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পুরস্কারের জন্য নির্বাচিত প্রতিষ্ঠান ও সংগঠনগুলো হল, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স), বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিএসটিএমপিআইএ), বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন (বিসিএ), বাংলাদেশে গার্মেন্ট বায়িং হাউজ অ্যাসোসিয়েশন (বিজিবিএ), বাংলাদেশ টেরিটাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিটিটিএলএমএ), বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমএই) এবং বাংলাদেশ তাঁতি সমিতি।

ইত্তেফাক/এআই

টেক্সটাইল সেক্টরে বিশেষ অবদানের জন্য পুরস্কার পাচ্ছে বুটেক্স

রাজধানীর তেজগাঁও-এ অবস্থিত টেক্সটাইল টেকনোলজির জন্য দেশের একমাত্র বিশেষায়িত বিশ্ববিদ্যালয় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়(বুটেক্স)। প্রতিষ্ঠানটি বস্ত্রখাতের উৎকর্ষতা সাধন, উন্নয়ন, বস্ত্র শিক্ষার সম্প্রসারণ এবং এর রফতানি বাড়াতে ভূমিকা রাখায় বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক বিশেষ পুরস্কার পাচ্ছে।

৪ ডিসেম্বর জাতীয় বস্ত্র দিবসে সচিবালয়ের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ তথ্য জানান বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট বিষয়ক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

আগামী ১২ই জানুয়ারি ২০২৩ এ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বস্ত্র দিবসের মূল অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

বুটেক্স শিক্ষক সমিতির সভাপতি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড শাহ আলিমুজ্জামান বলেন, বস্ত্র শিক্ষা সম্প্রসারণের জন্য পাট ও বস্ত্র মন্ত্রণালয় থেকে বুটেক্সকে সম্মানিত করা হবে। বর্তমান উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম স্যারের নেতৃত্বে ২য় বারের মতো বুটেক্স এই পুরষ্কার পেতে যাচ্ছে। দেশের বস্ত্র খাতকে নেতৃত্ব দেওয়ার জন্য বুটেক্স তার শিক্ষার্থীদের তৈরি করার লক্ষ্যে পড়ালেখার বাইরেও গবেষণায় উদ্বুদ্ধ করার ধারাবাহিকতায় আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করছে।

তিনি আশা প্রকাশ করেছেন যে, বিজিএমইএ ২০৩০ সাল নাগাদ ১০০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যমানের পণ্য রপ্তানির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সেটা পূরণে বুটেক্স গ্রাজুয়েটরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পুরস্কারের জন্য নির্বাচিত প্রতিষ্ঠান ও সংগঠনগুলো হল, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স), বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিএসটিএমপিআইএ), বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন (বিসিএ), বাংলাদেশে গার্মেন্ট বায়িং হাউজ অ্যাসোসিয়েশন (বিজিবিএ), বাংলাদেশ টেরিটাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিটিটিএলএমএ), বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমএই) এবং বাংলাদেশ তাঁতি সমিতি।

ইত্তেফাক/এআই