ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক
ডা. জাফরুল্লাহ চৌধুরী।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।

গতকাল ১২ এপ্রিল বুধবার এক শোকবাণীতে উপাচার্য বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি স্পষ্টভাষী, সদালাপী ও সাদামাটা জীবনের অধিকারী ছিলেন। স্বাস্থ্যসেবায় বিশেষ করে অসহায় ও গণমানুষের চিকিৎসা সেবায় তিনি যে অসামান্য ভূমিকা রেখেছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। চিকিৎসা খাতের উন্নয়ন ও গবেষণায় অনন্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর গতকাল ১১ এপ্রিল ২০২৩ মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

ইবিহো/এসএস

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক
ডা. জাফরুল্লাহ চৌধুরী।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।

গতকাল ১২ এপ্রিল বুধবার এক শোকবাণীতে উপাচার্য বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি স্পষ্টভাষী, সদালাপী ও সাদামাটা জীবনের অধিকারী ছিলেন। স্বাস্থ্যসেবায় বিশেষ করে অসহায় ও গণমানুষের চিকিৎসা সেবায় তিনি যে অসামান্য ভূমিকা রেখেছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। চিকিৎসা খাতের উন্নয়ন ও গবেষণায় অনন্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর গতকাল ১১ এপ্রিল ২০২৩ মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

ইবিহো/এসএস