ডিআইইউতে রড দিয়ে পেটানোর ঘটনায় ৩ শিক্ষার্থী সাময়িক অব্যাহতি

কাওছার আলী

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) রড দিয়ে পেটানোর ঘটনায় তিন শিক্ষার্থীকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদেরকে ছাত্রাবাসে অবস্থান, ক্যাম্পাসের প্রবেশ এবং সকল ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে সই করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মো. আবু তারেক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৮ মার্চ ২০২৩-এ আনুমানিক দিবাগত রাত ১২টায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১নং ছাত্র হলে সংঘটিত ঘটনার সাথে সংশ্লিষ্ঠ থাকার কারণে ইউনিভার্সিটির স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মুহাম্মদ মোরসালিন (ব্যাচ-৫১/দিবা-সিএসই), জোবায়ের আহমেদ(ব্যাচ-৪৮/বি- ইংরেজি), মো. নিজাম(ব্যাচ ২৯- ফার্মেসি) কে হলে অবস্থান, ক্যাম্পাস অঙ্গণে প্রবেশসহ সকল অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কর্তৃপক্ষের অনুমোদক্রমে নির্দেশ দেওয়া হলো।

এর আগে অভিযুক্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিল এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক এটিএম মাহবুবুর রহমান বরাবর লিখিত অভিযোগ জানিয়েছে ভুক্তভোগী শিক্ষার্থীরা। একই সাথে লিখিত ওই অভিযোগ পত্রে নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করেছে ভুক্তভোগী শিক্ষার্থীরা।

গত ৯ মার্চ (বৃহস্পতিবার) মধ্যরাতে আধিপত্য বিস্তারের জেরে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ হয়৷ এতে তিন শিক্ষার্থী গুরুতর আহত হয় এবং অভিযুক্ত শিক্ষার্থীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মো. আবু তারেক কে বার বার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও গনমাধ্যম পরিচয় পেয়েই তিনি ফোন কেটে দেন।

এমবিএইচ/এসএস

ডিআইইউতে রড দিয়ে পেটানোর ঘটনায় ৩ শিক্ষার্থী সাময়িক অব্যাহতি

কাওছার আলী

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) রড দিয়ে পেটানোর ঘটনায় তিন শিক্ষার্থীকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদেরকে ছাত্রাবাসে অবস্থান, ক্যাম্পাসের প্রবেশ এবং সকল ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে সই করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মো. আবু তারেক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৮ মার্চ ২০২৩-এ আনুমানিক দিবাগত রাত ১২টায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১নং ছাত্র হলে সংঘটিত ঘটনার সাথে সংশ্লিষ্ঠ থাকার কারণে ইউনিভার্সিটির স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মুহাম্মদ মোরসালিন (ব্যাচ-৫১/দিবা-সিএসই), জোবায়ের আহমেদ(ব্যাচ-৪৮/বি- ইংরেজি), মো. নিজাম(ব্যাচ ২৯- ফার্মেসি) কে হলে অবস্থান, ক্যাম্পাস অঙ্গণে প্রবেশসহ সকল অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কর্তৃপক্ষের অনুমোদক্রমে নির্দেশ দেওয়া হলো।

এর আগে অভিযুক্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিল এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক এটিএম মাহবুবুর রহমান বরাবর লিখিত অভিযোগ জানিয়েছে ভুক্তভোগী শিক্ষার্থীরা। একই সাথে লিখিত ওই অভিযোগ পত্রে নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করেছে ভুক্তভোগী শিক্ষার্থীরা।

গত ৯ মার্চ (বৃহস্পতিবার) মধ্যরাতে আধিপত্য বিস্তারের জেরে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ হয়৷ এতে তিন শিক্ষার্থী গুরুতর আহত হয় এবং অভিযুক্ত শিক্ষার্থীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মো. আবু তারেক কে বার বার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও গনমাধ্যম পরিচয় পেয়েই তিনি ফোন কেটে দেন।

এমবিএইচ/এসএস