ঢাবিতে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন সম্পন্ন

অনুষ্ঠানে অতিথিবৃন্দ।

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ম্যাটেরিয়ালস্, এনার্জি অ্যান্ড ক্লাইমেট’ শিরোনামে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন গতকাল মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এমপি প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সুবর্ণজয়ন্তী উদ্যাপনের অংশ হিসেবে এই সম্মেলন আয়োজন করা হয়।

ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নূরনবী’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সম্মেলন আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. রফিকুল ইসলাম, সুইডেনের ইনস্টিটিউট অব অ্যাডভান্সড্ ম্যাটেরিয়ালস্-এর পরিচালক অধ্যাপক ড. আশুতোষ তিওয়ারি এবং সম্মেলন আয়োজক কমিটির সেক্রেটারি অধ্যাপক ড. এ এফ এম মোস্তাফিজুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে জানা যায়, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়নসহ সব ক্ষেত্রেই অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। বর্তমান সরকার বন্যা ও ঘূর্ণিঝড়সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে চলছে।

অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এই সম্মেলন আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এর থেকে প্রাপ্ত সুপারিশ এবং ফলাফল প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও এক্ষেত্রে সৃষ্ট বিভিন্ন সমস্যা প্রশমিত করতে সাহায্য করবে। এই সম্মেলনে অংশগ্রহনের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা আরও সমৃদ্ধ হতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরিবেশ ও প্রকৃতি রক্ষা করা সকলের দায়িত্ব উল্লেখ করে নিজ নিজ অবস্থান থেকে সচেতনভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহŸান জানান।

দুইদিনব্যাপী এই সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান গবেষক, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ অংশগ্রহণ করে।

এমবিএইচ/এসএস

ঢাবিতে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন সম্পন্ন

অনুষ্ঠানে অতিথিবৃন্দ।

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ম্যাটেরিয়ালস্, এনার্জি অ্যান্ড ক্লাইমেট’ শিরোনামে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন গতকাল মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এমপি প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সুবর্ণজয়ন্তী উদ্যাপনের অংশ হিসেবে এই সম্মেলন আয়োজন করা হয়।

ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নূরনবী’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সম্মেলন আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. রফিকুল ইসলাম, সুইডেনের ইনস্টিটিউট অব অ্যাডভান্সড্ ম্যাটেরিয়ালস্-এর পরিচালক অধ্যাপক ড. আশুতোষ তিওয়ারি এবং সম্মেলন আয়োজক কমিটির সেক্রেটারি অধ্যাপক ড. এ এফ এম মোস্তাফিজুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে জানা যায়, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়নসহ সব ক্ষেত্রেই অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। বর্তমান সরকার বন্যা ও ঘূর্ণিঝড়সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে চলছে।

অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এই সম্মেলন আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এর থেকে প্রাপ্ত সুপারিশ এবং ফলাফল প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও এক্ষেত্রে সৃষ্ট বিভিন্ন সমস্যা প্রশমিত করতে সাহায্য করবে। এই সম্মেলনে অংশগ্রহনের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা আরও সমৃদ্ধ হতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরিবেশ ও প্রকৃতি রক্ষা করা সকলের দায়িত্ব উল্লেখ করে নিজ নিজ অবস্থান থেকে সচেতনভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহŸান জানান।

দুইদিনব্যাপী এই সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান গবেষক, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ অংশগ্রহণ করে।

এমবিএইচ/এসএস