ঢাবিতে প্রধানমন্ত্রীকে নিয়ে রচিত বইয়ের মোড়ক উন্মোচন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বইয়ের মোড়ক উন্মোচন করেন ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু। ছবি-সমকাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু রচিত ‘World Leader Sheikh Hasina: The Pioneer of Golden Bangladesh’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে এক অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইয়ের মোড়ক উন্মোচন করেন।

রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন ড. সেঁজুতি রহমান সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব আজ বিশ্বজুড়ে সমাদৃত ও প্রশংসিত। বাংলাদেশ এখন বিশ্বের নিকট উন্নয়ন বিস্ময়। ২০৪১ সালের মাঝে তিনি দেশকে নিয়ে যেতে চান উন্নত বিশ্বের কাতারে। প্রধানমন্ত্রী খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে বলেছেন। যুদ্ধকালীন সময়ে পুরো বিশ্বই এখন খারাপ অবস্থায় আছে তাই আগামীর কথা ভেবে আগাম প্রস্তুতি রাখতে হবে। এই বইয়ে উন্নয়নের বিশদ বিবরণ তুলে ধরা হয়েছে। এটি অত্যন্ত সময়োপযোগী একটি বই।

এছাড়া অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক ভিডিও বার্তার মাধ্যমে বইটির লেখককে ধন্যবাদ জানান।

ঢাবিতে প্রধানমন্ত্রীকে নিয়ে রচিত বইয়ের মোড়ক উন্মোচন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বইয়ের মোড়ক উন্মোচন করেন ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু। ছবি-সমকাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু রচিত ‘World Leader Sheikh Hasina: The Pioneer of Golden Bangladesh’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে এক অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইয়ের মোড়ক উন্মোচন করেন।

রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন ড. সেঁজুতি রহমান সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব আজ বিশ্বজুড়ে সমাদৃত ও প্রশংসিত। বাংলাদেশ এখন বিশ্বের নিকট উন্নয়ন বিস্ময়। ২০৪১ সালের মাঝে তিনি দেশকে নিয়ে যেতে চান উন্নত বিশ্বের কাতারে। প্রধানমন্ত্রী খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে বলেছেন। যুদ্ধকালীন সময়ে পুরো বিশ্বই এখন খারাপ অবস্থায় আছে তাই আগামীর কথা ভেবে আগাম প্রস্তুতি রাখতে হবে। এই বইয়ে উন্নয়নের বিশদ বিবরণ তুলে ধরা হয়েছে। এটি অত্যন্ত সময়োপযোগী একটি বই।

এছাড়া অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক ভিডিও বার্তার মাধ্যমে বইটির লেখককে ধন্যবাদ জানান।