ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক

নতুন প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান। আজ (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয় অর্ডার ১৯৭৩ এর অন্তর্ভুক্ত ১ম স্ট্যাটিউটস এর ১৮(১) ধারা অনুযায়ী উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাঁকে এই নিয়োগ প্রদান করেন।

নতুন দায়িত্ব পেয়ে অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, এর আগে আমি সহকারী প্রক্টর হিসেবে ১০ বছর দায়িত্ব পালন করেছি। এমন একটি জায়গায় দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। সবার সহযোগিতায় সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। আগামীকাল থেকেই তিনি নতুন দায়িত্ব গ্রহণ করবেন বলে জানান।

এর আগে ২০১৭ সাল থেকে এই দায়িত্ব পালন করেছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী।

ইবিহো/এসএস

ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক

নতুন প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান। আজ (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয় অর্ডার ১৯৭৩ এর অন্তর্ভুক্ত ১ম স্ট্যাটিউটস এর ১৮(১) ধারা অনুযায়ী উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাঁকে এই নিয়োগ প্রদান করেন।

নতুন দায়িত্ব পেয়ে অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, এর আগে আমি সহকারী প্রক্টর হিসেবে ১০ বছর দায়িত্ব পালন করেছি। এমন একটি জায়গায় দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। সবার সহযোগিতায় সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। আগামীকাল থেকেই তিনি নতুন দায়িত্ব গ্রহণ করবেন বলে জানান।

এর আগে ২০১৭ সাল থেকে এই দায়িত্ব পালন করেছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী।

ইবিহো/এসএস