ঢাবির ৩ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক
অনুষ্ঠানে অতিথিবৃন্দ।

ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং আরবী বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী আজ ১৪ জানুয়ারি পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. আতহার উদ্দিনের সভাপতিত্বে বিভাগীয় প্রাঙ্গণে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে সংসদ সদস্য মিসেস মেহের আফরোজ চুমকি সম্মানিত অতিথি এবং হা-মীম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এ কে আজাদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিহির লাল সাহা এবং সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আসফাক আহমদ। অনুষ্ঠানে বিভাগের কৃতী শিক্ষার্থীকে স্বর্ণপদক ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। 

মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. দিদার-উল আলমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান এবং সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবুল ফজল মীর বক্তব্য রাখেন।

ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত আরবী বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ইউছুফ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবদুল কাদির।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষা ও গবেষণার গুণগতমান বৃদ্ধিতে নিজ নিজ বিভাগে মৌলিক ও প্রায়োগিক গবেষণা পরিচালনার লক্ষ্যে একটি করে গবেষণা ফান্ড প্রতিষ্ঠার জন্য অ্যালামনাইদের প্রতি আহবান জানান।

অতিথিদের সাথে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। 

তিনি বলেন, এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় যেমন সমৃদ্ধ হবে তেমনি আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের মর্যাদা আরও বৃদ্ধি পাবে। উদার, মানবিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধ ধারন করে দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সভ্যতার প্রতি শ্রদ্ধাশীল থেকে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

এমবিএইচ/এসএস

ঢাবির ৩ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক
অনুষ্ঠানে অতিথিবৃন্দ।

ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং আরবী বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী আজ ১৪ জানুয়ারি পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. আতহার উদ্দিনের সভাপতিত্বে বিভাগীয় প্রাঙ্গণে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে সংসদ সদস্য মিসেস মেহের আফরোজ চুমকি সম্মানিত অতিথি এবং হা-মীম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এ কে আজাদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিহির লাল সাহা এবং সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আসফাক আহমদ। অনুষ্ঠানে বিভাগের কৃতী শিক্ষার্থীকে স্বর্ণপদক ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। 

মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. দিদার-উল আলমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান এবং সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবুল ফজল মীর বক্তব্য রাখেন।

ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত আরবী বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ইউছুফ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবদুল কাদির।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষা ও গবেষণার গুণগতমান বৃদ্ধিতে নিজ নিজ বিভাগে মৌলিক ও প্রায়োগিক গবেষণা পরিচালনার লক্ষ্যে একটি করে গবেষণা ফান্ড প্রতিষ্ঠার জন্য অ্যালামনাইদের প্রতি আহবান জানান।

অতিথিদের সাথে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। 

তিনি বলেন, এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় যেমন সমৃদ্ধ হবে তেমনি আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের মর্যাদা আরও বৃদ্ধি পাবে। উদার, মানবিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধ ধারন করে দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সভ্যতার প্রতি শ্রদ্ধাশীল থেকে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

এমবিএইচ/এসএস