ঢাবি’র যেসব শিক্ষার্থী নাজমা বেগম ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন
শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের ৫ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীকে গত ৮ জুন বৃহস্পতিবার ‘নাজমা বেগম ট্রাস্ট ফান্ড’ বৃত্তি প্রদান করা হয়েছে। বৃত্তিপ্রাপ্তরা হলেন মোহাম্মদ জিহাদ, মোছা. জাইমা আক্তার, আজমিরা ইসলাম মিথিলা, খাজিদা আক্তার এবং দিপ্ত রায়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে ‘অধ্যাপক নাজমা বেগম ট্রাস্ট ফান্ড’-এর মূলধন বৃদ্ধির লক্ষ্যে ট্রাস্ট ফান্ডের দাতা অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. নাজমা বেগম ৫ লক্ষ টাকার একটি চেক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ-এর কাছে হস্তান্তর করেন। বর্তমানে এই ট্রাস্ট ফান্ডের মূলধন দাঁড়াল ১৫ লক্ষ টাকা।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি এই ট্রাস্ট ফান্ডের মূলধন বৃদ্ধির জন্য দাতাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, এর মাধ্যমে ঢাকা বিশ^বিদ্যালয়ের মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীরা পড়াশোনায় উৎসাহিত ও অনুপ্রাণিত হবে।
ইবিহো/এসএস
ঢাবি’র যেসব শিক্ষার্থী নাজমা বেগম ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন
শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের ৫ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীকে গত ৮ জুন বৃহস্পতিবার ‘নাজমা বেগম ট্রাস্ট ফান্ড’ বৃত্তি প্রদান করা হয়েছে। বৃত্তিপ্রাপ্তরা হলেন মোহাম্মদ জিহাদ, মোছা. জাইমা আক্তার, আজমিরা ইসলাম মিথিলা, খাজিদা আক্তার এবং দিপ্ত রায়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে ‘অধ্যাপক নাজমা বেগম ট্রাস্ট ফান্ড’-এর মূলধন বৃদ্ধির লক্ষ্যে ট্রাস্ট ফান্ডের দাতা অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. নাজমা বেগম ৫ লক্ষ টাকার একটি চেক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ-এর কাছে হস্তান্তর করেন। বর্তমানে এই ট্রাস্ট ফান্ডের মূলধন দাঁড়াল ১৫ লক্ষ টাকা।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি এই ট্রাস্ট ফান্ডের মূলধন বৃদ্ধির জন্য দাতাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, এর মাধ্যমে ঢাকা বিশ^বিদ্যালয়ের মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীরা পড়াশোনায় উৎসাহিত ও অনুপ্রাণিত হবে।
ইবিহো/এসএস