ঢাবি আন্তহল জুডো ও কারাতে প্রতিযোগিতা শুরু

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সাথে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী সপ্তম আন্তহল জুডো ও ষষ্ঠ আন্তহল কারাতে প্রতিযোগিতা আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয় জুডো ও কারাতে কমিটির সভাপতি অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার এবং পরিচালক মো. শাহজাহান আলী বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
বিশ্ববিদ্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে জানা যায়, উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, জুডো ও কারাতে এমন একটি ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রম যা শক্তি ও কৌশলের সমন্বয় করে মানুষকে আত্মপ্রত্যয়ী করে তোলে। এর মাধ্যমে শিক্ষার্থীরা সুস্বাস্থ্য বজায় রাখার পাশাপাশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে এবং নিজের ও সমাজের সুরক্ষা প্রদানে সক্ষমতা অর্জন করবে। এরকম প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধিতে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন ও উন্নত সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
এমবিএইচ/এসএস

ঢাবি আন্তহল জুডো ও কারাতে প্রতিযোগিতা শুরু

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সাথে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী সপ্তম আন্তহল জুডো ও ষষ্ঠ আন্তহল কারাতে প্রতিযোগিতা আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয় জুডো ও কারাতে কমিটির সভাপতি অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার এবং পরিচালক মো. শাহজাহান আলী বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
বিশ্ববিদ্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে জানা যায়, উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, জুডো ও কারাতে এমন একটি ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রম যা শক্তি ও কৌশলের সমন্বয় করে মানুষকে আত্মপ্রত্যয়ী করে তোলে। এর মাধ্যমে শিক্ষার্থীরা সুস্বাস্থ্য বজায় রাখার পাশাপাশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে এবং নিজের ও সমাজের সুরক্ষা প্রদানে সক্ষমতা অর্জন করবে। এরকম প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধিতে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন ও উন্নত সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
এমবিএইচ/এসএস