ঢাবি ইংরেজি বিভাগে ‘কালচারাল ডে’ উদযাপন

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক

অতিথিদের সাথে শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সহশিক্ষা কর্মকান্ডে অনুপ্রেরণা প্রদান ও সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আজ ২০ মার্চ সোমবার বিভাগে ‘কালচারাল ডে’ উদযাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ‘কালচারাল ডে’ কর্মসূচি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক জেরিন আলমসহ বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, জ্ঞান, সংগীত, বিতর্ক, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকান্ড সকল ধর্ম-বর্ণের মানুষকে একত্রিত করে। বিশ্বের খ্যাতিমান কবি-সাহিত্যিকদের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, পরিশীলিত মানুষ হিসেবে গড়ে উঠতে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চা করতে হবে। জ্ঞান অর্জনের জন্য আগ্রহ ও কৌতুহল আরও বৃদ্ধি করতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

দিনব্যাপী এই ‘কালচারাল ডে’ কর্মসূচিতে বিভাগের বিতর্ক ক্লাব, সংগীত ক্লাব, গ্রীন অ্যান্ড ক্লিন এনার্জি ক্লাব, কৃষ্ণচুড়া ক্লাব, ফটোগ্রাফি ক্লাব এবং আর্ট এন্ড লিটারেরি ক্লাবের সদস্যরা তাদের নিজ নিজ ক্লাবের কার্যক্রম তুলে ধরেন।

এমবিএইচ/এসএস

ঢাবি ইংরেজি বিভাগে ‘কালচারাল ডে’ উদযাপন

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক

অতিথিদের সাথে শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সহশিক্ষা কর্মকান্ডে অনুপ্রেরণা প্রদান ও সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আজ ২০ মার্চ সোমবার বিভাগে ‘কালচারাল ডে’ উদযাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ‘কালচারাল ডে’ কর্মসূচি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক জেরিন আলমসহ বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, জ্ঞান, সংগীত, বিতর্ক, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকান্ড সকল ধর্ম-বর্ণের মানুষকে একত্রিত করে। বিশ্বের খ্যাতিমান কবি-সাহিত্যিকদের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, পরিশীলিত মানুষ হিসেবে গড়ে উঠতে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চা করতে হবে। জ্ঞান অর্জনের জন্য আগ্রহ ও কৌতুহল আরও বৃদ্ধি করতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

দিনব্যাপী এই ‘কালচারাল ডে’ কর্মসূচিতে বিভাগের বিতর্ক ক্লাব, সংগীত ক্লাব, গ্রীন অ্যান্ড ক্লিন এনার্জি ক্লাব, কৃষ্ণচুড়া ক্লাব, ফটোগ্রাফি ক্লাব এবং আর্ট এন্ড লিটারেরি ক্লাবের সদস্যরা তাদের নিজ নিজ ক্লাবের কার্যক্রম তুলে ধরেন।

এমবিএইচ/এসএস