ঢাবি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক

বক্তব্য দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য।

ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ এবং মাস্টার্স শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ২২ মার্চ বুধবার বিভাগীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মিহির লাল সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, ঢাবি উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. আতাহার উদ্দিন, বিভাগের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এবং অধ্যাপক ড. শামীম শামছি বক্তব্য রাখেন। নবীন শিক্ষার্থীদের পক্ষে মারুফা আক্তার কলি এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে মো. সোহেল রানা রনি বক্তব্য রাখেন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, কঠোর প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা দেশের এই শ্রেষ্ঠ বিদ্যাপীঠে ভর্তির সুযোগ লাভ করে। শিক্ষার্থীদের এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হবে এবং জ্ঞানের জগৎকে আরও সমৃদ্ধ করতে হবে। জীববিজ্ঞান বিষয়ক শিক্ষা ও গবেষণার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠে শিক্ষার্থীদের দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাবর্ষে সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সেরা শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। ২য় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এমবিএইচ/এসএস

ঢাবি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

শিক্ষা-শিক্ষাঙ্গন ডেস্ক

বক্তব্য দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য।

ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ এবং মাস্টার্স শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ২২ মার্চ বুধবার বিভাগীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মিহির লাল সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, ঢাবি উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. আতাহার উদ্দিন, বিভাগের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এবং অধ্যাপক ড. শামীম শামছি বক্তব্য রাখেন। নবীন শিক্ষার্থীদের পক্ষে মারুফা আক্তার কলি এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে মো. সোহেল রানা রনি বক্তব্য রাখেন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, কঠোর প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা দেশের এই শ্রেষ্ঠ বিদ্যাপীঠে ভর্তির সুযোগ লাভ করে। শিক্ষার্থীদের এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হবে এবং জ্ঞানের জগৎকে আরও সমৃদ্ধ করতে হবে। জীববিজ্ঞান বিষয়ক শিক্ষা ও গবেষণার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠে শিক্ষার্থীদের দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাবর্ষে সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সেরা শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। ২য় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এমবিএইচ/এসএস